ল্যাপটপ কম্পিউটার ও ডেস্কটপ কম্পিউটার কাকে বলে? এদের মধ্যে পার্থক্য কি?

ল্যাপটপ কম্পিউটার কাকে বলে?


ল্যাপটপ অর্থ কোলের উপর। এই কম্পিউটার কোলর উপর রেখে ব্যবহার করা হয় বলে একে ল্যাপটপ কম্পিউটার বলে। তাছাড়া এই কম্পিউটার সহজে বহন করা যায় বলে খুব জনপ্রিয়। আরেকটি সুবিধা হলো এতে ব্যাটারি থাকায় বিদ্যুৎ না থাকালেও দীর্ঘসময় ব্যবহার করা যায়।

Laptop computer

ল্যাপটপ কম্পিউটার নোট বুক বা পাওয়ার বুক ইত্যাদি নামেও পরিচিত। ১৯৮১ সালে এপসন কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে।

ডেস্কটপ কম্পিউটার কাকে বলে?


ডেস্ক বা টেবিলের উপর রেখে যে মাইক্রোকম্পিউটার ব্যবহার করা যায় তাকে ডেস্কটপ কম্পিউটার (Desktop Computer) বলে। ডেস্কটপ কম্পিউটার হচ্ছে একটি পার্সোনাল কম্পিউটার।

Desktop computer

ডেস্কটপ কম্পিউটারে সাধারনত মনিটর, কিবোর্ড, মাউস এবং একটি বাক্স থাকে। বাক্সে কম্পিউটারের মূল অংশগুলো থাকে যেমন: পাওয়ার সাপ্লাই, মাদারবোর্ড, হার্ডডিস্ক, অপটিক্যাল ড্রাইভ, ফ্লপি ড্রাইভ ইত্যাদি।

ল্যাপটপ কম্পিউটার ও ডেস্কটপ কম্পিউটার এর মধ্যে পার্থক্য:


ল্যাপটপ কম্পিউটার (Laptop Computer) ডেস্কটপ কম্পিউটার (Desktop Computer)
১. ল্যপ বা কোলের উপর স্থাপন করে ব্যবহার করা যায় এমন ছোট আকারের কম্পিউটারকে ল্যাপটপ বলে। ১. ডেস্ক এর উপর রেখে কাজ করা হয় বলে এ ধরনের কম্পিউটারকে ডেস্কটপ কম্পিউটার বলা হয়।
২. ল্যাপটপ কম্পিউটারে তুলনামূলকভাবে বিদুৎ কম খরচ হয়। ২. ডেস্কটপ কম্পিউটারে তুলনামূলকভাবে বেশি বিদ্যুৎ খরচ হয়।
৩. ল্যাপটপের ওজন হালকা এবং সহজে বহন করা যায়। ৩. ডেস্কটপের ওজন তুলনামূলকভাবে বেশি বিধায় সহজে বহন করা যায় না।
৪. ল্যাপটপের দাম তুলনামূলকভাবে বেশি। ৪. ডেস্কটপের দাম তুলনামূলক কম।
৫. ল্যাপটপ সরাসরি বিদুৎ এর সাথে যুক্ত করা ছাড়াও এর ব্যাটারির সাহায্যে কয়েক ঘন্টা চলে। ৫. ডেস্কটপে বিদুৎ এর ব্যাকআপ হিসেবে কোন ব্যাটারি থাকে না।
৬. ল্যাপটপে মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা যায়। ৬. ডেস্কটপে মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা যায় না।
৭. ডেস্কটপের চেয়ে ল্যাপটপ কম গরম হয়ে থাকে। ৭. ল্যাপটপের চেয়ে ডেস্কটপ বেশি গরম হয়ে থাকে।
৮. ল্যাপটপে অনেক পার্টস আপগ্রেড করা যায় না। ৮. ডেস্কটপে অনেক পার্টস আপগ্রেড করা যায়।
৯. ল্যাপটপ নষ্ট হলে সহজে ঠিক করা যায় না। ৯. ডেস্কটপ নষ্ট হলে সহজে ঠিক করা যায়।