মেশ টপোলজি (Mesh Topology) কাকে বলে? মেশ টপোলজির (Mesh Topology) সুবিধা ও অসুবিধা কি?

মেশ টপোলজি (Mesh Topology) কাকে বলে?


যদি কোনো নেটওয়ার্কে ডিভাইস বা কম্পিউটারগুলোর মধ্যে অতিরিক্ত সংযোগ থাকে তাহলে তাকে বলা হয় মেশ টপোলজি (Mesh Topology)।

অথবা, যে টপোলজিতে নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটার প্রতিটি কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে, তাকে মেশ টপোলজি বা পরস্পর সংযুক্ত টপোলজি বলে। অন্য সব টপোলজির তুলনায় এই টপোলজিতে কেবল বেশি লাগে।

Mesh_Mesh

অন্যভাবে বললে বলা যায়, যে টপােলজিতে ডেটা ট্রান্সমিশন ব্যবস্থাপনা একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থাধীন থাকা অবস্থায় নেটওয়ার্ক কম্পিউটারে সরাসরি একে অপরের সাথে তথ্য বিনিময় করতে পারে তাকে মেশ টপােলজি বলে (Mesh Topology)।

মেশ টপোলজির (Mesh Topology) সুবিধা ও অসুবিধা কি?


মেশ টপোলজি (Mesh Topology) সুবিধা সমূহ:
১. মেশ টপোলজিতে (Mesh Topology) ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে।
২. মেশ টপোলজিতে (Mesh Topology) প্রতিটি কম্পিউটার থেকে প্রতিটি কম্পিউটারে তথ্য পাঠানো যায়।
৩. মেশ টপোলজিতে (Mesh Topology) যেকোনো দুইটি নোডের মধ্যে অত্যন্ত দ্রুতগতির সংকেত আদান প্রদান করা যায়।
৪. কোন কম্পিউটার বা সংযোগ লাইন নষ্ট হয়ে গেলে তেমন কোন অসুবিধা হয় না। নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়।
৫. মেশ টপোলজি নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বৃদ্ধি পেলেও ডেটা ট্রান্সমিশনের গতির ওপর প্রভাব পড়ে না।
৬. মেশ টপোলজিতে যেকোনাে কম্পিউটার অচল হলেও নেটওয়ার্ক সম্পূর্ণভাবে সচল থাকে।
৭. কোনাে সংযােগ তার নষ্ট বা বিচ্ছিন্ন হলেও বিকল্প পথে সকল কম্পিউটারে ডেটা ট্রান্সমিশন অব্যাহত থাকে।
৮. মেশ টপোলজি নেটওয়ার্কে কেন্দ্রীয় কোনাে ডিভাইস বা সার্ভারের প্রয়ােজন হয় না।
৯. এক ওয়ার্কস্টেশন থেকে অন্য ওয়ার্কস্টেশনে ডাটা স্থানান্তরের বিরতি সময় অনেক কম লাগে।
১০. মেশ টপোলজিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সরাসরি ডেটা স্থানান্তর করা যায়।

Mesh

মেশ টপোলজির (Mesh Topology) অসুবিধা সমূহ:
১. মেশ টপোলজিতে (Mesh Topology) কম্পিউটারের সংখ্যা বেড়ে গেলে খরচ অনেক বেড়ে যায়।
২. মেশ টপোলজিতে নেটওয়ার্ক ইনস্টেলেশন ও কনফিগারেশন বেশ জটিল ও কঠিন।
৩. অল্পসংখ্যক কম্পিউটারের ক্ষেত্রে এ ধরনের নেটওয়ার্ক টপোলজি বাস্তবায়ন করা সুবিধাজনক। বেশি কম্পিউটার হবে সুবিধা কম পাওয়া যায়।
৪. মেশ টপোলজিতে (Mesh Topology) সংযোগ লাইনগুলোর দৈর্ঘ্য বেশি হওয়ায় খরচ তুলনামূলক বেশি হয়ে থাকে।
৫. মেশ টপোলজিতে (Mesh Topology) সংযোগ লাইনগুলোর দৈর্ঘ্য বেশি হওয়ায় অনেক ক্যাবলের প্রয়োজন হয়।
৬. মেশ টপোলজির এক অংশ নষ্ট হয়ে গেলে সম্পূর্ন নেটওয়ার্ক নষ্ট না হয়ে অংশবিশেষ নষ্ট হয়।
৭. নেটওয়ার্কে অতিরিক্ত নোড স্থাপন করতে হয় বিধায় এতে খরচ বেড়ে যায়।
৮. এই টপোলজিতে প্রতিটি নোড একটি রাউটার হিসাবে কাজ করে যার জন্য জটিলতা অনেক বেড়ে যায়।
৯. মেশ টপোলজিতে অপ্রয়োজনীয় সংযোগগুলি বেশি যা নেটওয়ার্কের কর্ম ক্ষমতা নষ্ট করে তোলে।
১০. মেশ টপোলজির রক্ষণাবেক্ষণ চ্যালেঞ্জিং এবং সমস্ত নোডের যত্ন করার জন্য আরও বেশি খরচের প্রয়োজন হয়।