মিথ্যাবাদী রাখাল ও নেকড়ে বাঘের গল্প।
এক রাখাল জঙ্গলের কাছে গরু চড়াতো। সে একদিন বাঘ এসেছে, বাঘ এসেছে বলে চিৎকার দিল। আশপাশের লোকজন লাঠি নিয়ে এলো, বর্শা নিয়ে এলো। রাখাল হাঁ – হাঁ করে হাসতে লাগলো।
বলল, আমি মিছামিছি সবাইকে নিয়ে এসেছি। এমন করে আরেকদিন রাখাল ছেলে বাঘ এসেছে, বাঘ এসেছে বলে চিৎকার করলো। আবারও আশপাশের মানুষ লাঠি, বর্শা এসব নিয়ে ছুটে এলো।
রাখাল ছেলেটি আবারও হাঁ – হাঁ করে হাসলো। বলল – আমি সবাইকে মিছামিছি ভয় দেখিয়েছি। সবারই রাগ হল। কিন্তু কি আর করা। যে যার পথে চলে গেল।
অন্য একদিনের কথা। রাখাল ছেলে আগের মত সেদিনও গরু চড়াচ্ছিল। এমন সময় সেখানে সত্যি সত্যি বাঘ এলো। ছেলেটি বাঘ এসেছে, বাঘ এসেছে বলে চিৎকার করতে লাগল।
কিন্তু পর পর দুদিন মিথ্যা বলায় সেদিন আর গ্রামের লোকজন এগিয়ে এলো না। বাঘ রাখাল ছেলেকে মেরে ফেললো। মিথ্যাবাদী রাখাল ছেলে এমনভাবে মিথ্যা বলার জন্য জীবন দিল।