বিভিন্ন জাতের আম পাকার সঠিক সময়।
আম ম্যাঙ্গিফেরা গণের বিভিন্ন প্রজাতির গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদে জন্মানো এক ধরনের সুস্বাদু ফল। কাঁচা অবস্থায় আমের রং সবুজ এবং পাকা অবস্থায় হলুদ হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে খাওয়ার জন্যই এই ফল চাষ করা হয়। এই প্রজাতিগুলোর বেশিরভাগই বুনো আম হিসেবে প্রকৃতিতে পাওয়া যায়।
| আমের জাত | আম পাকার সঠিক সময় |
| গোবিন্দভোগ আম | ১৫ মে থেকে ৩০ মে |
| গোলাপখাস আম | ২৭ মে থেকে ১৫ জুন |
| গোপালভোগ আম | ২৫ মে থেকে ১০ জুন |
| রানীপছন্দ আম | ১ জুন থেকে ১৫ জুন |
| হিমসাগর বা ক্ষিরসাপাত আম | ৭ জুন থেকে ৩০ জুন |
| ল্যাংড়া আম | ১৫ জুন থেকে ১৫ জুলাই |
| লক্ষণভোগ আম | ১৫ জুন থেকে ১৫ জুলাই |
| হাঁড়িভাঙা আম | ১৫ জুন থেকে ১৫ জুলাই |
| আম্রপালি আম | ২৮ জুন থেকে ২৫ জুলাই |
| বোগলাগাতি আম | ১২ জুন থেকে ৭ জুলাই |
| মল্লিকা আম | ১ জুলাই থেকে ২০ জুলাই |
| সূর্যপুরী আম | ৫ জুলাই থেকে ১৫ আগস্ট |
| ফজলি আম | ৭ জুলাই থেকে ৭ সেপ্টেম্বর |
| আশ্বিনা আম | ২৫ জুলাই থেকে ২০ সেপ্টেম্বর |

