বিভিন্ন খেলায় প্রতি দলে কত জন করে খেলোয়াড় থাকে।

যেকোন খেলাতে দল থাকে সেটা এক জনের হোক বা তার বেশি। আর প্রতি দলে নিদির্ষ্ট সংখ্যক খেলোয়াড় থাকে। আজ আমরা কোন খেলায় কত জন খেলোয়াড় থাকে সেটা সম্পর্কে জানবো। এই পোস্ট থেকে আপনারা জানতে পারবেন বিভিন্ন দলের খেলায় খেলোয়াড় সংখ্যা।

খেলার নাম দলে খেলোয়াড় সংখ্যা
ক্রিকেট (Cricket) ১১ জন
ফুটবল (Football) ১১ জন
বক্সিং (Boxing) ১ জন
দাবা (Chess) ১ জন
ব্রিজ (bridge game) ২ জন
পোলো (Polo) ৪ জন
রাগবি ফুটবল (Rugby football) ১৫ জন
হকি (Hockey) ১১ জন
ব্যাডমিন্টন (Badminton) ১ অথবা ২ জন
বেসবল (Baseball) ৯ জন
বাস্কেটবল (Basketball) ৫ জন
বিলিয়ার্ডস (Billiards) ১ জন
স্নুকার (Snooker) ১ জন
টেবিল টেনিস (Table tennis) ১ অথবা ২ জন
ভলিবল (Volleyball) ৬ জন
ওয়াটার পোলো (Water polo) ৭ জন
হ্যান্ডবল (Handball) ৭ জন
স্কোয়াশ (Squash sport) ১ অথবা ২ জন
ক্যারাম (Carrom) ১ অথবা ২ জন
কিকবল (Kickball) ১০ জন
ল্যাক্রস (Lacrosse) ১২ জন
গল্ফ (Golf) ৪ জন
টাগ-অফ-ওয়ার (Tug of war) ৮ জন
ইনডোর হকি (Indoor hockey) ৬ জন
আইস হকি (Ice hockey) ৬ জন
নেটবল (Netball) ৭ জন
কর্ফবল (Korfball) ৮ জন
খো-খো (Kho kho) ৯ জন
কাবাডি (Kabaddi) ৭ জন