বাংলাদেশের পদ্মা সেতু সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর।
প্রশ্নঃ পদ্মা সেতুর অফিসিয়াল নাম কী?
উত্তরঃ পদ্মা বহুমুখী সেতু ( The Padma Multipurpose Bridge )।
উত্তরঃ পদ্মা বহুমুখী সেতু ( The Padma Multipurpose Bridge )।
প্রশ্নঃ পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কী?
উত্তরঃ চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিঃ
উত্তরঃ চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিঃ
প্রশ্নঃ কত তারিখে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয়?
উত্তরঃ ৭ ডিসেম্বর ২০১৪ ইং
উত্তরঃ ৭ ডিসেম্বর ২০১৪ ইং
প্রশ্নঃ পদ্মা সেতুর মোট স্প্যান সংখ্যা কতটি?
উত্তরঃ ৪১ টি।
উত্তরঃ ৪১ টি।
প্রশ্নঃ কত তারিখে এবং কত নং পিলারে পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়?
উত্তরঃ ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর, শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৭ ও ৩৮ নং পিলারের উপর পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়। ঐদিন পদ্মা সেতু প্রথম দৃশ্যমান হয়।
উত্তরঃ ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর, শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৭ ও ৩৮ নং পিলারের উপর পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়। ঐদিন পদ্মা সেতু প্রথম দৃশ্যমান হয়।
প্রশ্নঃ কত তারিখে এবং কত নং পিলারে পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো হয়?
উত্তরঃ ২০২০ সালের ১০ ডিসেম্বর, ১২ ও ১৩ নং পিলারের উপর পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো হয়। ঐদিন সম্পূর্ণ সেতুর কাঠামো প্রথম দৃশ্যমান হয়।
উত্তরঃ ২০২০ সালের ১০ ডিসেম্বর, ১২ ও ১৩ নং পিলারের উপর পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো হয়। ঐদিন সম্পূর্ণ সেতুর কাঠামো প্রথম দৃশ্যমান হয়।
প্রশ্নঃ পদ্মা সেতু রক্ষণাবেক্ষেণের দায়িত্ব কার?
উত্তরঃ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ( The Bangladesh Bridge Authority )
উত্তরঃ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ( The Bangladesh Bridge Authority )
প্রশ্নঃ পদ্মা সেতুর জন্য প্রয়োজনীয় এবং অধিগ্রহণকৃত মোট জমির পরিমাণ কত?
উত্তরঃ প্রায় ৯১৮ হেক্টর।
উত্তরঃ প্রায় ৯১৮ হেক্টর।
প্রশ্নঃ পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত?
উত্তরঃ মোট দৈর্ঘ্য ৬.১৫ কিমি (২০,২০০ ফুট) এবং প্রস্থ ১৮.১০ মি (৫৯.৪ ফুট)
উত্তরঃ মোট দৈর্ঘ্য ৬.১৫ কিমি (২০,২০০ ফুট) এবং প্রস্থ ১৮.১০ মি (৫৯.৪ ফুট)
প্রশ্নঃ পদ্মা সেতুর স্থান কোথায়?
উত্তরঃ মুন্সিগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরা পয়েন্টে।
উত্তরঃ মুন্সিগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরা পয়েন্টে।
প্রশ্নঃ পদ্মা সেতুর মোট পিলার সংখ্যা কতটি?
উত্তরঃ ৪২ টি।
উত্তরঃ ৪২ টি।
প্রশ্নঃ একটি পিলার থেকে অন্য একটি পিলারের দূরত্ব কত? / প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ১৫০ মিটার
উত্তরঃ ১৫০ মিটার
প্রশ্নঃ বাংলাদেশের দীর্ঘতম সেতুর নাম কী?
উত্তরঃ পদ্মা সেতু
উত্তরঃ পদ্মা সেতু
প্রশ্নঃ বাংলাদেশের দীর্ঘতম রেল সেতুর নাম কী?
উত্তরঃ হার্ডিস ব্রিজ
উত্তরঃ হার্ডিস ব্রিজ
প্রশ্নঃ পদ্মা সেতুর প্রকল্প ব্যয় কত?
উত্তরঃ ৩০ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
উত্তরঃ ৩০ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
প্রশ্নঃ পদ্মা সেতু নিচ দিয়ে নৌ-যান চলাচলের জন্য কতটুকু ফাঁকা রাখা হয়েছে?
উত্তরঃ ১৮ মিটার(৬০ ফুট)
উত্তরঃ ১৮ মিটার(৬০ ফুট)
প্রশ্নঃ পদ্মা সেতুতে সড়ক পথ কত লেনের?
উত্তরঃ ৪ লেনের।
উত্তরঃ ৪ লেনের।
প্রশ্নঃ পদ্মা সেতুর সড়ক পথের নিচ দিয়ে কী আছে?
উত্তরঃ রেলপথ। যা দিয়ে মিটারগেজ ও ব্রডগেজে উভয়ে ট্রেনের যেকোন একটি চলতে পারবে।
উত্তরঃ রেলপথ। যা দিয়ে মিটারগেজ ও ব্রডগেজে উভয়ে ট্রেনের যেকোন একটি চলতে পারবে।
প্রশ্নঃ পদ্মা সেতুতে মোট কতটি পাইল আছে?
উত্তরঃ ২৮৬ টি । এর মধ্যে ২৬২ টি স্টিল ও ২৪ টি কংক্রিটের। প্রতিটি পাইলের পরিধি ৩ মিটার। এগুলো ১১৪-১২০ মিটার মাটির নিচে আছে।
উত্তরঃ ২৮৬ টি । এর মধ্যে ২৬২ টি স্টিল ও ২৪ টি কংক্রিটের। প্রতিটি পাইলের পরিধি ৩ মিটার। এগুলো ১১৪-১২০ মিটার মাটির নিচে আছে।
প্রশ্নঃ পদ্মা সেতুতে সড়কের জন্য কতটি ভায়াডাক্ট আছে?
উত্তরঃ সড়কের জন্য চারটি, প্রতি পাশে দুইটি করে। ৩৮ টি স্প্যান নিয়ে ৭২০-৮৭৫ মিটার পর্যন্ত বিস্তৃত। আর রেলপথের জন্য প্রতিপাশে একটি করে দুইটি ভায়াডাক্ট আছে।
উত্তরঃ সড়কের জন্য চারটি, প্রতি পাশে দুইটি করে। ৩৮ টি স্প্যান নিয়ে ৭২০-৮৭৫ মিটার পর্যন্ত বিস্তৃত। আর রেলপথের জন্য প্রতিপাশে একটি করে দুইটি ভায়াডাক্ট আছে।
প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম সড়ক সেতুর তালিকায় পদ্মা সেতু কত তম?
উত্তরঃ ২৫ তম (এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম; এশিয়ায় প্রথম চীনের হংজুং বে সেতু ৩৫ কি.মি.)
উত্তরঃ ২৫ তম (এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম; এশিয়ায় প্রথম চীনের হংজুং বে সেতু ৩৫ কি.মি.)
প্রশ্নঃ পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের ওজন কত?
উত্তরঃ ৩,১৪০ টন।
উত্তরঃ ৩,১৪০ টন।
প্রশ্নঃ কাউই(COWI) কী?
উত্তরঃ ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান ( পদ্মা সেতুর পাইল সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকে )।
উত্তরঃ ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান ( পদ্মা সেতুর পাইল সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকে )।
প্রশ্নঃ কারা পদ্মা সেতু প্রকল্পটি তত্ত্বাবধানের কাজ করছে?
উত্তরঃ বাংলাদেশ সেনাবাহিনী ও বুয়েট এবং কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন(কেইসি-KEC)
উত্তরঃ বাংলাদেশ সেনাবাহিনী ও বুয়েট এবং কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন(কেইসি-KEC)
প্রশ্নঃ পদ্মা সেতুর অবস্থান কয়টি জেলা নিয়ে?
উত্তরঃ ৩ টি জেলার ওপর। মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর(শিবচর)।
উত্তরঃ ৩ টি জেলার ওপর। মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর(শিবচর)।
প্রশ্নঃ পদ্মা সেতু প্রকল্পে দুই পাড়ে কত কিলোমিটার নদী শাসন হয়েছে?
উত্তরঃ ১২ কি. মি.। নদীশাসনে চুক্তি হয়েছে চীনের সিনোহাইড্রো করপোরেশনের সঙ্গে। নদীশাসনে ব্যয় হয়েছে ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
উত্তরঃ ১২ কি. মি.। নদীশাসনে চুক্তি হয়েছে চীনের সিনোহাইড্রো করপোরেশনের সঙ্গে। নদীশাসনে ব্যয় হয়েছে ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
প্রশ্নঃ কবে বিশ্ব ব্যাংকের সাথে পদ্মা সেতুর ঋণের চুক্তি এবং কখন তা বাতিল করে?
উত্তরঃ ২৮ এপ্রিল ২০১১ ইং ঋণের চুক্তি হয় (১২০ কোটি ডলারের) এবং ৩০ জুন ২০১২ ইং চুক্তি বাতিল হয়।
উত্তরঃ ২৮ এপ্রিল ২০১১ ইং ঋণের চুক্তি হয় (১২০ কোটি ডলারের) এবং ৩০ জুন ২০১২ ইং চুক্তি বাতিল হয়।
প্রশ্নঃ পদ্মা সেতু প্রকল্পের পরিচালক কে?
উত্তরঃ মোঃ শফিকুল ইসলাম
উত্তরঃ মোঃ শফিকুল ইসলাম
প্রশ্নঃ পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজে কোন ক্রেন ব্যবহার করা হয়েছে?
উত্তরঃ তিয়ান-ই
উত্তরঃ তিয়ান-ই
প্রশ্নঃ পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা কত?
উত্তরঃ রিখটার স্কেলে ৯
উত্তরঃ রিখটার স্কেলে ৯
প্রশ্নঃ পদ্মা সেতুতে রেল ছাড়া আর কি কি সুবিধা রয়েছে?
উত্তরঃ গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।
উত্তরঃ গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।
প্রশ্নঃ পদ্মা সেতু ঢাকার সাথে কতটি জেলার সংযোগ স্থাপন করবে?
উত্তরঃ দক্ষিণাঞ্চলের ২১ টি জেলার (প্রথম আলো পত্রিকার মতে ২৯ টি জেলা)
উত্তরঃ দক্ষিণাঞ্চলের ২১ টি জেলার (প্রথম আলো পত্রিকার মতে ২৯ টি জেলা)