থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং প্লাস্টিক কাকে বলে? এদের মধ্যে পার্থক্য কি?

থার্মোপ্লাস্টিক কাকে বলে?



Thermosetting

যেসব প্লাস্টিককে তাপ দিয়ে বারবার গলানো যাই এবং বিভিন্ন আকৃতি দেওয়া যায় তাকে থার্মোপ্লাস্টিক বলে। অর্থ্যাৎ, যে সকল প্লাস্টিককে তাপ প্রয়োগ করলে নরম ও গলে যায় এবং শীতল করলে পুনরায় পূর্বের মত কঠিন হয়ে যায়। এই প্রক্রিয়া বার বার করা যায়। এই ধরনের প্লাস্টিককে থার্মোপ্লাস্টিক বলে।

থার্মোসেটিং প্লাস্টিক কাকে বলে?



Thermoplastic

যেসব প্লাস্টিককে তাপ দিয়ে মাত্র একবার গলানো যায় এবং আকৃতি দেওয়া যায় তাকে থার্মোসেটিং প্লাস্টিক বলে। অর্থ্যাৎ, কিছু প্লাস্টিক আছে যাদের প্রস্তুত করার সময় প্রথম বারের মত তরল থেকে শীতল করে কঠিন করা যায়। পুনরায় আর গলানো যায় না। এদের থার্মোসেটিং প্লাস্টিক বলে।

থার্মোপ্লাস্টিক ও থার্মোসেটিং প্লাস্টিক এর মধ্যে পার্থক্য:


থার্মোপ্লাস্টিক থার্মোসেটিং প্লাস্টিক
১. যেসব প্লাস্টিককে তাপ দিয়ে বারবার গলানো যাই এবং বিভিন্ন আকৃতি দেওয়া যায় তাকে থার্মোপ্লাস্টিক বলে। ১. যেসব প্লাস্টিককে তাপ দিয়ে মাত্র একবার গলানো যায় এবং আকৃতি দেওয়া যায় তাকে থার্মোসেটিং প্লাস্টিক বলে।
২. থার্মোপ্লাস্টিককে সম্প্রসারিত, বাঁকানো ও তাপে বহুবার গলানো যায়। ২. থার্মোসেটিং প্লাস্টিক শক্ত, কম নমনীয় এবং তাপে একবার গলানো যায়।
৩. থার্মোসেটিং প্লাস্টিকের তুলনায় থার্মোপ্লাস্টিকের আণবিক ওজনে কম। ৩. থার্মোপ্লাস্টিক প্লাস্টিকের তুলনায় থার্মোসেটিং প্লাস্টিকের আণবিক ওজন বেশি।
৪. থার্মোপ্লাস্টিকে কার্বন সমূহের মধ্যে শক্তিশালী বন্ধন থাকে। ৪. থার্মোসেটিং প্লাস্টিকে কার্বন সমূহের মধ্যে দুর্বল সমযোজী ও হাইড্রোজেন বন্ধন থাকে।
৫. থার্মোপ্লাস্টিকের গলনাঙ্ক উচ্চ বা বেশি থাকে। ৫. থার্মোসেটিং প্লাস্টিকের গলনাঙ্ক নিম্ন বা কম থাকে।
৬. থার্মোপ্লাস্টিকগুলিতে কম প্রসার্য শক্তি থাকে। ৬. থার্মোসেটিং প্লাস্টিকগুলিতে উচ্চ প্রসার্য শক্তি থাকে।
৭. থার্মোপ্লাস্টিক সংযোজন পলিমারাইজেশন দ্বারা সংশ্লেষিত হয়। ৭. থার্মোসেটিং প্লাস্টিক সংশ্লেষিত পলিমারাইজেশন দ্বারা সংশ্লেষিত হয়।
৮. থার্মোপ্লাস্টিক গরম করার পরে পুনর্ব্যবহারযোগ্য, পুনরায় তৈরি বা সংস্কার করার ক্ষমতা রাখে। ৮. থার্মোসেটিং প্লাস্টিক উচ্চ তাপমাত্রায় তাদের অনমনীয়তা ধরে রাখার ক্ষমতা রয়েছে, তাই গরম করে পুনর্ব্যবহার করতে বা পুনরায় তৈরি করতে অক্ষম।
৯. থার্মোপ্লাস্টিক এর উদাহরণ হলোঃ প্লাস্টিকের মগ, বালতি, চেয়ার, টেবিল ইত্যাদি। ৯. থার্মোসেটিং প্লাস্টিক এর উদাহরণ হলোঃ বৈদ্যুতিক সুইচ, ব্যাকেলাইট, মেলামাইন ইত্যাদি।