ক্ষারীয় মাটি কাকে বলে? ক্ষারীয় মাটির বৈশিষ্ট্য কি কি?

ক্ষারীয় মাটি কাকে বলে?


কোন মাটির pH ‘০’ থেকে ‘৭’ এর মধ্যে হলে তাকে আম্লিক মাটি বলে। আর ‘৭’ থেকে ‘১৪’ এর মধ্যে হলে তাকে ক্ষারীয় মাটি বলে। অর্থ্যাৎ, যে মাটির pH মান ৭.০ এর বেশি সে মাটিকে ক্ষারীয় মাটি বলে।

ক্ষারীয় মাটিতে সব ধরনের চাষাবাদ করা সম্ভব হয় না। তাই মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার বা পরিমাণমত জিপসাম ব্যবহার করতে হয়।

alkaline

ক্ষারীয় মাটির বৈশিষ্ট্য কি কি?


ক্ষারীয় মাটির বৈশিষ্ট্য সমূহ:
১. ক্ষারীয় মাটিতে সাধারণত কর্দম কণা ও জৈব পদার্থের পরিমাণ কম থাকে।
২. ক্ষারীয় মাটির অম্লমান বা pH এর মান ৭ এর বেশি হয়ে থাকে।
৩. ক্ষারীয় মাটিতে সাধারণত ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম এর পরিমাণ বেশি হয়ে থাকে।
৪. ক্ষারীয় মাটিতে জৈব পদার্থ পঁচে না বা বিয়োজিত হয় না।
৫. ক্ষারীয় মাটিতে সাধারণত তামা (Copper), বোরন (Boron) ও দস্তার (Zinc) অভাব দেখা যায়।
৬. ক্ষারীয় মাটিতে বিনিময়ক্ষম সোডিয়ামের পরিমাণ ১৫% এর বেশি হয়ে থাকে।
৭. ক্ষারীয় মাটিতে অণুজীবের কার্যাবলি সাধারণত কম হয়।
৮. সোডিয়ামের পরিমাণ বেশি থাকায় ক্ষারীয় মাটি বিষাক্ত হয়ে থাকে।
৯. ক্ষারীয় মাটিতে আয়রণ, অ্যালুমিনিয়াম ও ম্যাঙ্গানিজের দ্রবণীয়তা কম থাকে।
১০. ক্ষারীয় মাটিতে খেজুর, ডাল, নারিকেল, সুপারি ও আখ জাতীয় শস্য ভালো হয়।