কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান।

পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক কোনটি?
উত্তরঃ বৃহত্তম নেটওয়ার্ক – ইন্টারনেট।
বিশ্ব কম্পিউটার কম্পিউটার সাক্ষরতা
উত্তরঃ ২২ শে ডিসেম্বর।
জাভা কে আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ জেমস এ গোসলিং।
স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় কবে?
উত্তরঃ ১৯৬০ সালে।
লংহর্নের কোড নাম ছিল?
উত্তরঃ উইন্ডোজ ভিস্তা।
লাইভওয়্যার বলতে কী বোঝায়?
উত্তরঃ কম্পিউটার দিয়ে কাজ করা লোক বা মানুষ।
বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর?
উত্তরঃ ইন্টেল 4004
এসকিউএল/SQL কি?
উত্তরঃ স্ট্রাকচার্ড ক্যোয়ারী ল্যাঙ্গুয়েজ/Structured Query Language
এসএমএস/SMS এর পূর্ণ রুপ কি?
উত্তরঃ Short Message Service
IEEE এর পূর্ণ রূপ কি?
উত্তরঃ Institute of Electric and Electronic Engineers
বর্তমান বিশ্বের জ্ঞানের প্রধান ভান্ডার কি?
উত্তরঃ ওয়েবসাইট
ইমেল/Email কার দ্বারা তৈরি করা হয়েছিল
উত্তরঃ রেমন্ড স্যামুয়েল টমলিনসন (রে টমলিনসন)
নেটিজেন কে?
উত্তরঃ নেট নাগরিক (নাগরিক যারা ইন্টারনেট ব্যবহার করেন)।
Scareware কি?
উত্তরঃ নকল অ্যান্টিভাইরাস সফটওয়্যার/Fake antivirus softwares
প্রথম স্মার্ট ফোনটি কখন চালু হয়েছিল?
উত্তরঃ 1992 (আইবিএম/IBM সাইমন)।
কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে কোন কম্পিউটারে?
উত্তরঃ ৫ম প্রজন্মের কম্পিউটারে।
PAL এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Phase Alternation by Line
NSFNET প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৮৬ সালে।
বিটা টেস্ট কি?
উত্তরঃ বাণিজ্যিক প্রবর্তনের আগে একটি কম্পিউটার বা সফ্টওয়্যারগুলির Trial পরীক্ষা।
সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় কবে?
উত্তরঃ ১৯৮৯ সালে।
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত?
উত্তরঃ প্রায় ৫কোটি ২২লাখ (৩২%)
পিডিএফ/PDF এর এক্সটেনশন কি?
উত্তরঃ পোর্টেবল ডকুমেন্ট ফর্ম্যাট/Portable document format.
RDBMS এর পূর্ণ রুপ?
উত্তরঃ Relational Data Base Management System
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কি ব্যবহার করা হয়?
উত্তরঃ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।
রোবটের উপাদান কি?
উত্তরঃ Power System, Actuator, Sensor, Manipulation
কতগুলি বিট/Bits একটি বাইট তৈরি করে?
উত্তরঃ 8 Bits – ইন্টারনেট।
Google একটি Browser নাকি Search Engine?
উত্তরঃ Search Engine
র‌্যামের পূর্ণ রূপ কী?
উত্তরঃ Random Access Memory.
PCB এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Printed Circuit Board
Facebook/ফেসবুকের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ মার্ক জুকারবার্গ/Mark Zuckerberg.
কম্পিউটারে সমস্ত গাণিতিক এবং যৌক্তিক ফাংশন দ্বারা সম্পন্ন হয়?
উত্তরঃ Central Processing Unit
VIRUS/ভাইরাস এর সম্পূর্ণ রূপটি কি?
উত্তরঃ Virtual Information Resource Under Size.
ইন্টারনেটে থেকে আপনার কম্পিউটারে ফাইল স্থানান্তর করার প্রক্রিয়াটি বলা হয়?
উত্তরঃ Downloading.
আপনার কম্পিউটার থেকে ইন্টারনেটে ফাইল স্থানান্তর করার প্রক্রিয়াটি বলা হয়?
উত্তরঃ Uploading.
GPS এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Global Positioning System
1 কিলোবাইট কত বাইট সমান?
উত্তরঃ 1024 বাইট।
কম্পিউটারের জনক কে বলা হয়?
উত্তরঃ চার্লস ব্যাবেজ
কীবোর্ড, মাউস, জয়স্টিক এগুলো কোন ধরনের ডিভাইসের উদাহরণ?
উত্তরঃ ইনপুট ডিভাইস
একটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত কম্পিউটারকে দেওয়া ঠিকানা কী বলা হয়?
উত্তরঃ আইপি ঠিকানা
একটি প্রোগ্রাম যা একটি উচ্চ স্তরের ভাষাকে মেশিন স্তরের ভাষাতে অনুবাদ করে?
উত্তরঃ কম্পাইলার।
কোন ডিভাইসটি ডেটা এবং প্রোগ্রামগুলির মধ্যে পার্থক্য বুঝতে পারে?
উত্তরঃ মাইক্রোপ্রসেসর।
এক্সেল প্রোগ্রাম দ্বারা কোন ধরণের ফাইল তৈরি হয়?
উত্তরঃ ওয়ার্কশিট ফাইল।
এটিএম/ATM এর সম্পূর্ণ ফর্ম কি?
উত্তরঃ Automatic Teller Machine
ইন্টারনেটে ‘www’ এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ World Wide Web/ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব।
এমএস-ওয়ার্ড ডিফল্টরূপে কোন ধরণের documents তৈরি করার অনুমতি দেয়?
উত্তরঃ Document file (.doc)
কম্পিউটারে কাজ করার সময় কোন memory তে data অস্থায়ীভাবে সংরক্ষণ করা হয়?
উত্তরঃ RAM (Random Access Memory)
প্রথম প্রজন্মের কম্পিউটারগুলি ব্যবহৃত ভাষা?
উত্তরঃ Machine Language
মাইক্রো কম্পিউটারে শারীরিক সরঞ্জামের তিনটি মূল বিভাগ থাকে?
উত্তরঃ System unit, input/ output memory.
কে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার জনক’ হিসাবে বিবেচিত?
উত্তরঃ John McCarthy
ডিজিটাল কম্পিউটারের চারটি মূল কার্যকারী উপাদান কী কী?
উত্তরঃ Input-Output Equipment, Main Memory, Control Unit and ALU
ট্রান্সমিশন স্পিডকে কি বলা হয়?
উত্তরঃ Bandwidth
Bandwidth মাপা হয় কোন এককে?
উত্তরঃ bps এ
ব্রডব্যান্ডের গতি কত?
উত্তরঃ 1 Mbps
ক্যাবল তৈরি হয় কি দারা?
উত্তরঃ পরাবৈদ্যুতিক(Dielectric) পদার্থ দ্বারা।
Twisted Pair Cable এ তার থাকে কত জোড়া?
উত্তরঃ 4 জোড়া।
Coaxial Cable এ গতি কত?
উত্তরঃ 200 Mbps পর্যন্ত।
এক্সেল স্প্রেডশিট, পাওয়ারপয়েন্ট, ওয়ার্ড প্রসেসিং কোন ধরণের সফ্টওয়্যার উদাহরণ?
উত্তরঃ অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার।
সি, জাভা, পিএইচপি, সি ++ এর উদাহরণ?
উত্তরঃ প্রোগ্রামিং ভাষা/Programming language
একটি গিগাবাইট/Gigabyte প্রায় সমান?
উত্তরঃ 1000,000,000 bytes.
ALU এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Arithmetic Logic Unit.
পিপিপির/PPP পূর্ণ রূপ কী?
উত্তরঃ Point to Point Protocol
IBM এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ International Business Machines
CPU এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Central Processing Unit
OTG এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ on-the-go.
VPN এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ virtual private network.
SIM stands for—?
উত্তরঃ Subscriber Identity Module.
LED stands for—?
উত্তরঃ Light emitting diode.
UPS এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ uninterruptible power supply.
DSU পূর্ণ রূপ কী?
উত্তরঃ Digital Service Unit.
WINDOW পূর্ণ রূপ কী?
উত্তরঃ Wide interactive Network Development for Office work solution.
কোন সংস্থা প্রথমে জাভা প্রোগ্রামিং ভাষার বিকাশ করেছিল?
উত্তরঃ Sun Microsystems
মাইক্রোসফ্ট ওয়ার্ড/Microsoft Word হল একটি?
উত্তরঃ application software
প্রতিটি ওয়েব পৃষ্ঠায় একটি ইউনিক নামে গঠিত হয়, তাকে কি বলে?
উত্তরঃ URL
কম্পিউটার সিস্টেমে কোন ডিভাইসটি কীবোর্ডের opposite থাকে?
উত্তরঃ Printer
কোন ডিভাইস ডেটা এবং প্রোগ্রামগুলির মধ্যে পার্থক্য বুঝতে পারে?
উত্তরঃ Microprocessor
HTML আবিষ্কার করেন কে?
উত্তরঃ টিম বার্নার লী (১৯৯০)
HTML পূর্ণ রূপ কী?
উত্তরঃ HYPER TEXT MARKUP LANGUAGE
ওয়েব ডিজাইনের মূল কাজ কি?
উত্তরঃ টেমপ্লেট তৈরি করা
IPv6 এ আইপি ঠিকানার আকার?
উত্তরঃ 128 bits
ব্লুটুথ/Bluetooth ব্যবহার করে?
উত্তরঃ frequency hopping spread spectrum
“docx” দ্বারা কি বুঝায়?
উত্তরঃ Document extended
“আইপি””IP” এর সঠিক অপশনটি কী?
উত্তরঃ Internet Protocol
“ওয়াই-ফাই”/”Wi-Fi” এর সম্পূর্ণ ফর্মটি কী?
উত্তরঃ Wireless Fidelity
“HTTP” এর সঠিক অপশনটি কোনটি?
উত্তরঃ Hyper Text Transfer Protocol
“PDF” এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Portable Document Format
“PHP” এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Hypertext Preprocessor
“CSS” এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Cascading Style Sheets
“USB” এর সঠিক অপশনটি কী?
উত্তরঃ Universal Serial Bus
COMPUTER এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Commonly Operated Machine Particularly Used for Technical Education and Research.
XML এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Extensible Markup Language
SQL এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Structured Query Language
TCP এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Transmission Control Protocol
মেমরির ক্ষমতাটি পরিমাপ করা হয়?
উত্তরঃ megabyte দ্বারা।
Digital Electronic Circuit কি?
উত্তরঃ Logic Gate
মৌলিক Logic Gate কয়টি?
উত্তরঃ ৩টি (OR, AND, NOT)
সার্বজনীন গেইট কয়টি?
উত্তরঃ ২টি (NAND,NOR)
MODEM এ কি থাকে?
উত্তরঃ Modulator + Demodulator
UNIX কি?
উত্তরঃ Operating System
Python তৈরি করেন কে?
উত্তরঃ গুইডো ভ্যান রোসাম (১৯৯১)