বাংলাদেশ বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রশিক্ষন প্রতিষ্ঠানসমূহ।
বাংলাদেশ বিমান বাহিনী: বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আকাশ যুদ্ধ শাখা। বিমান বাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা করা। এছাড়াও বিমান বাহিনী দেশে ও বিদেশে বিভিন্ন দুর্যোগে মানবিক সহায়তা প্রদান করে থাকে এবং বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমের সাথেও যুক্ত রয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী: বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নৌযুদ্ধ শাখা যার দায়িত্বে রয়েছে ১,১৮,৮১৩ বর্গকিলোমিটার (৪৫,৮৭৪ মা২) সমুদ্রসীমা এবং এই এলাকায় অবস্থিত সকল বন্দর এবং সামরিক স্থাপনার নিরাপত্তা। নৌবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে দেশে এবং বিদেশে বাংলাদেশের সামরিক এবং অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ।
বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষন প্রতিষ্ঠানসমূহ:
ক্রমিক নং | প্রশিক্ষন প্রতিষ্ঠানসমূহ |
01. | বাংলাদেশ এয়ার ফোর্স একাডেমি (BAFA), যশোর |
02. | মেকানিকাল ট্রান্সপোর্ট ড্রাইভিং স্কুল (MTDS), সমশের নগর |
03. | ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল (FIS), বগুড়া |
04. | ট্রেনিং উইং (টিডব্লিউ), চট্টগ্রাম |
05. | কমান্ড এন্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউশন (CSTI), ঢাকা |
06. | রিক্রুট ট্রেনিং স্কুল (RTS), চট্টগ্রাম |
07. | ফ্লাইট সেফটি ইনস্টিটিউট (FSI), ঢাকা |
08. | স্কুল অফ ফিজিকাল ফিটনেস (SOPF), ঢাকা |
09. | অফিসার্স ট্রেনিং স্কুল (OTS), যশোর |
10. | ফ্লাইট কন্ট্রোলার ট্রেনিং ইউনিট (FCTU), ঢাকা |
11. | এরো-মেডিকেল স্কুল (AMI), ঢাকা |
বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষন প্রতিষ্ঠানসমূহ:
ক্রমিক নং | প্রশিক্ষন প্রতিষ্ঠানসমূহ |
01. | বাংলাদেশ নেভাল একাডেমী (BNA), চট্টগ্রাম |
02. | স্কুল অফ মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাক্টিক্স, চট্টগ্রাম বন্দর |
03. | বিএনএস শহীদ মোয়াজ্জেম, কাপ্তাই, জেলা রাঙ্গামাটি (নাবিকদের উন্নততর প্রশিক্ষনের জন্য) |
04. | বিএনএস ঈসা খান, চট্টগ্রাম (১৩টি আলাদা প্রশিক্ষণ স্কুলের সমন্বয়ে গঠিত) |
05. | বিএনএস তিতুমির, খুলনা (নতুনদের প্রশিক্ষনের জন্য প্রধান স্কুল (এসইটিএস) এবং স্কুল অফ লজিস্টিকস্ এবং ম্যানেজমেন্ট (এসওএলএএম) |