ছড়ায় ছড়ায় সংখ্যা।
ছড়ায় ছড়ায় সংখ্যা এই ছড়াটি পড়ে ছোট্ট শিশুরা এক থেকে কুড়ি পর্যন্ত শিখতে ও জানতে পারবে। এছাড়া ছোট্ট শিশুরা ছন্দে ছন্দে ছড়াটি পড়ে আনন্দিত হবে।
ছড়ায় ছড়ায় সংখ্যা ছড়া
—————————
এক আর দুই,
জবা আর জুঁই।
তিন আর চার,
মায়ের গলার হার।
পাঁচ আর ছয়,
বাঘ দেখে ভয়।
সাত আর আট,
পুকুরের ঘাট।
নয় আর দশ,
খেজুরের রস।
এগারো আর বারো,
হাতে হাত ধরো।
তেরো আর চৌদ্দ,
বাঘে মোষে যুদ্ধ।
পনেরো আর ষোলো,
নাগরদোলায় দোলো।
সতেরো আর আঠারো,
চশমা আছে বাবারও।
উনিশ আর কুড়ি,
নানা রঙের ঘুড়ি।