গুরুত্বপূর্ণ বাগধারা যা জেনে রাখা ভালো।
বাগধারা: আগড়ম বাগড়ম
অর্থ: অর্থহীন কথা।
অর্থ: অর্থহীন কথা।
বাগধারা: সাতেও না পাঁচেও না
অর্থ: স্বতন্ত্র (অর্থে)।
অর্থ: স্বতন্ত্র (অর্থে)।
বাগধারা: ফেকুল পার্টি
অর্থ: কদরহীন লোক।
অর্থ: কদরহীন লোক।
বাগধারা: খোদার হাঁসি
অর্থ: ভাবনা চিন্তাহীন।
অর্থ: ভাবনা চিন্তাহীন।
বাগধারা: কথায় চিড়া ভেজা
অর্থ: ফাঁকা আওয়াজে কাজ আদায়।
অর্থ: ফাঁকা আওয়াজে কাজ আদায়।
বাগধারা: বক দেখানো
অর্থ: বিদ্রোপ করা।
অর্থ: বিদ্রোপ করা।
বাগধারা: শিরে সংক্রান্তি
অর্থ: আসন্ন বিপদ।।
অর্থ: আসন্ন বিপদ।।
বাগধারা: হাত-ভারী
অর্থ: কৃপন।
অর্থ: কৃপন।
বাগধারা: আকাশ কুসুম
অর্থ: অলিক কল্পনা।
অর্থ: অলিক কল্পনা।
বাগধারা: নাটের গুরু
অর্থ: মূলনায়ক।
অর্থ: মূলনায়ক।
বাগধারা: কান কাটা
অর্থ: বেহায়া।
অর্থ: বেহায়া।
বাগধারা: বর্ণচোরা
অর্থ: কপটচারী।
অর্থ: কপটচারী।
বাগধারা: অন্ধকার দেখা
অর্থ: হতবুদ্ধি।
অর্থ: হতবুদ্ধি।
বাগধারা: তাসের ঘর
অর্থ: ক্ষণস্থায়ী।
অর্থ: ক্ষণস্থায়ী।
বাগধারা: কংস মামা
অর্থ: নির্দয় আত্মীয়।
অর্থ: নির্দয় আত্মীয়।
বাগধারা: খাস তালুকের প্রজা
অর্থ: নিঃস্ব ব্যক্তি।
অর্থ: নিঃস্ব ব্যক্তি।
বাগধারা: চক্ষুদান করা
অর্থ: চুরি করা।
অর্থ: চুরি করা।
বাগধারা: কানভারী করা
অর্থ: কুপরামর্শ দেয়া।
অর্থ: কুপরামর্শ দেয়া।
বাগধারা: আঠারো মাসে বছর
অর্থ: কুঁড়ে স্বভাব।
অর্থ: কুঁড়ে স্বভাব।
বাগধারা: একাদশে বৃহস্পতি
অর্থ: সৌভাগ্যের বিষয়।
অর্থ: সৌভাগ্যের বিষয়।
বাগধারা: উনপাঁজুরে
অর্থ: হতভাগ্য।
অর্থ: হতভাগ্য।
বাগধারা: সুখের পায়রা
অর্থ: সবসময়ে বন্ধু।
অর্থ: সবসময়ে বন্ধু।
বাগধারা: মুখচোরা
অর্থ: লাজুক।
অর্থ: লাজুক।
বাগধারা: অগন্ত্র্য যাত্রা
অর্থ: শেষ বিদায়।
অর্থ: শেষ বিদায়।
বাগধারা: যার কোন মূল্য নেই (সমার্থক)
অর্থ: ঢাকের বায়া।
অর্থ: ঢাকের বায়া।
বাগধারা: বিষ নেই তার কুলোপনা চক্কর
অর্থ: অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন।
অর্থ: অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন।
বাগধারা: গড্ডলিকা প্রবাহ
অর্থ: অন্ধঅনুকরণ।
অর্থ: অন্ধঅনুকরণ।
বাগধারা: পাথরে পাঁচ কিল
অর্থ: সুখের সময়।
অর্থ: সুখের সময়।
বাগধারা: কাষ্ঠ হাসি
অর্থ: শুকনো হাসি।
অর্থ: শুকনো হাসি।
বাগধারা: গৌরচন্দ্রিকা
অর্থ: ভনিতা।
অর্থ: ভনিতা।
বাগধারা: আট কপালে
অর্থ: হতভাগ্য।
অর্থ: হতভাগ্য।
বাগধারা: আক্কেল সেলামি
অর্থ: বোকামির দন্ড।
অর্থ: বোকামির দন্ড।
বাগধারা: আমড়া কাঠের ঢেঁকি
অর্থ: অকেজো।
অর্থ: অকেজো।
বাগধারা: ইঁদুর কপালে
অর্থ: মন্দভাগ্য।
অর্থ: মন্দভাগ্য।
বাগধারা: উত্তম মধ্যম
অর্থ: মারা/প্রহার করা।
অর্থ: মারা/প্রহার করা।
বাগধারা: কূল কাঠের আগুন
অর্থ: তীব্র জ্বালা।
অর্থ: তীব্র জ্বালা।
বাগধারা: কূপমণ্ডূপ
অর্থ: সীমিত জ্ঞানের মানুষ।
অর্থ: সীমিত জ্ঞানের মানুষ।
বাগধারা: কাক নিদ্রা
অর্থ: অগভীর সতর্ক নিদ্রা।
অর্থ: অগভীর সতর্ক নিদ্রা।
বাগধারা: কাঠালের আমসত্ত্ব
অর্থ: অসম্ভব ব্যাপার।
অর্থ: অসম্ভব ব্যাপার।
বাগধারা: গুড়ে বালি
অর্থ: আশায় নৈরাশ্য।
অর্থ: আশায় নৈরাশ্য।
বাগধারা: গোঁফ খেজুরে
অর্থ: নিতান্ত অলস।
অর্থ: নিতান্ত অলস।
বাগধারা: “ঘাঘু” শব্দে বুঝায়
অর্থ: অভিজ্ঞ।
অর্থ: অভিজ্ঞ।
বাগধারা: চাঁদের হাট
অর্থ: প্রিয়জনের সমাগম।
অর্থ: প্রিয়জনের সমাগম।
বাগধারা: ঝাঁকের কই
অর্থ: একই দলের লোক।
অর্থ: একই দলের লোক।
বাগধারা: ঠোট কাটা
অর্থ: স্পষ্টভাষী।
অর্থ: স্পষ্টভাষী।
বাগধারা: ডুমুরের ফুল
অর্থ: বিরল বস্তু।
অর্থ: বিরল বস্তু।
বাগধারা: ঢাকের কাঠি
অর্থ: তোষামুদে।
অর্থ: তোষামুদে।
বাগধারা: তাসের ঘর
অর্থ: ক্ষণস্থায়ী।
অর্থ: ক্ষণস্থায়ী।
বাগধারা: “দস্ত-ব-দস্ত”
অর্থ: হাতে হাতে।
অর্থ: হাতে হাতে।
বাগধারা: দুধের মাছি
অর্থ: সুসময়ের বন্ধু।
অর্থ: সুসময়ের বন্ধু।
বাগধারা: ধরি মাছ না ছুঁই পানি
অর্থ: কৌশলে কার্যোদ্ধার।
অর্থ: কৌশলে কার্যোদ্ধার।
বাগধারা: নিরানব্বইয়ের ধাক্কা
অর্থ: সঞ্চয়ের প্রবৃদ্ধি।
অর্থ: সঞ্চয়ের প্রবৃদ্ধি।
বাগধারা: পটল তোলা
অর্থ: মরে যাওয়া।
অর্থ: মরে যাওয়া।
বাগধারা: ব্যাঙের সর্দি
অর্থ: অসম্ভব ঘটনা।
অর্থ: অসম্ভব ঘটনা।
বাগধারা: সমার্থক যুগ্ম শব্দ বক ধার্মিক
অর্থ: বিড়াল তপস্বী।
অর্থ: বিড়াল তপস্বী।
বাগধারা: শুকনি মামা
অর্থ: কুচক্রী লোক।
অর্থ: কুচক্রী লোক।
বাগধারা: শাখের করাত
অর্থ: উভয়সংকট।
অর্থ: উভয়সংকট।
বাগধারা: সাক্ষী গোপাল
অর্থ: নিষ্ক্রিয় দর্শক।
অর্থ: নিষ্ক্রিয় দর্শক।
বাগধারা: রাবনের চিতা
অর্থ: চির অশান্তি।
অর্থ: চির অশান্তি।