“পাখি-সব করে রব” – কবিতাটি লিখেছেন মদনমোহন তর্কালঙ্কার।

মদনমোহন তর্কালঙ্কার এর জন্ম ১৮১৭ খ্রিষ্টাব্দে নদীয়া জেলায় নাকাশীপাড়ার বিল্বগ্রামে এক হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল রামধন চট্টোপাধ্যায়৷। মদনমোহন তর্কালঙ্কার বাংলার নবজাগরণের অন্যতম অগ্রদূত হিসিবেও পরিগণিত। তিনি ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক ছিলেন এবং বাল্যশিক্ষার জন্য একাধিক পাঠ্যপুস্তক রচনা করেন।

তিনি ছিলেন ‘হিন্দু বিধবা বিবাহ’ প্রথার অন্যতম উদ্যোক্তা। স্ত্রী শিক্ষার প্রসারে তার অবদান অনস্বীকার্য। তিনি ৯ই মার্চ, ১৮৫৮ খ্রিষ্টাব্দে কলেরা রোগে মৃত্যুবরণ করেন।

পাখি-সব করে রব

মদনমোহন তর্কালঙ্কার
———————

পাখী-সব করে রব, রাতি পোহাইল।
কাননে কুসুমকলি, সকলি ফুটিল।।
রাখাল গরুর পাল, ল’য়ে যায় মাঠে।
শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে।।

ফুটিল মালতী ফুল, সৌরভ ছুটিল।
পরিমল লোভে অলি, আসিয়া জুটিল।।
গগনে উঠিল রবি, লোহিত বরণ।
আলোক পাইয়া লোক, পুলকিত মন।।

শীতল বাতাস বয়, জুড়ায় শরীর।
পাতায় পাতায় পড়ে, নিশির শিশির।।
উঠ শিশু মুখ ধোও, পর নিজ বেশ।
আপন পাঠেতে মন, করহ নিবেশ।।