কম্পিউটারের লোকাল বাস কাকে বলে? কম্পিউটারের লোকাল বাস কত প্রকার ও কি কি?

কম্পিউটারের লোকাল বাস কাকে বলে?


কম্পিউটারের লোকাল বাস হলো এক ধরনের কম্পিউটার বাস যা এক বা একাধিক এক্সপানশন বাসকে সরাসরি সিপিইউ (CPU) এর সাথে সংযুক্ত করে। লোকাল বাস কম্পিউটারের জন্য দ্রুত গতিতে কাজ করার সুযোগ নিশ্চিত করে।

local_bus

শুরুতে ৩২ বিট ডেটা বাসবিশিষ্ট লোকাল বাস ৫০ মেগাহার্টজ ক্লক স্পীডে অনায়াসে কাজ করতে পারত। বর্তমানে, ৬৪ বিট ডেটা বাসবিশিষ্ট লোকাল বাসের মাধ্যমে ৪০০ মেগাহার্টজ পর্যন্ত গতিতে ডেটা পরিবহন করা সম্ভব হচ্ছে।

কম্পিউটারের লোকাল বাস কত প্রকার ও কি কি?


বর্তমানে কম্পিউটারের লোকাল বাস দুই প্রকার। যথা:

১. ভেসা (VESA-Video Electronic Standard Architecture)
২. পিসিআই (PCI-Peripheral Component Interconnect)

ভেসা (VESA-Video Electronic Standard Architecture):



VESA

ভেসা (VESA-Video Electronic Standard Architecture) বাস ৩২ বিট গতিতে ডেটা বহন করতে পারে। ভেসা বাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে গ্রাফিক্সের কাজের জন্য।

কারণ মনিটরের পর্দায় উন্নতমানের গ্রাফিক্স আউটপুট প্রদর্শনের জন্য কম্পিউটারের সিপিইউ, মেমরি এবং ভিডিও টার্মিনালের মধ্যে দ্রুত গতিতে ডেটা বিনিময় সম্পাদিত হওয়া প্রয়োজন।

ভেসা বাসের সাহায্যে এ ধরনের কাজ যথাযথভাবে সম্পাদন করা সম্ভব। ভেসা বাস সিপিইউ-এর নিয়ন্ত্রণাধীন বা সিপিইউ-এর সম্পাদিত অংশ হিসেবে কাজ করে।

পিসিআই (PCI-Peripheral Component Interconnect):



pci

পিসিআই (PCI-Peripheral Component Interconnect) বাস ৩২ বিটের লোকাল বাস। তবে এটি বর্তমানে ৬৪ বিটের উপযোগী করা হয়েছে। ৬৪ বিট ডেটা বাসবিশিষ্ট লোকাল বাসের মাধ্যমে ৪০০ মেগাহার্টজ পর্যন্ত গতিতে ডেটা পরিবহন করা সম্ভব হচ্ছে।

৩২ ও ৬৪ বিট প্রস্থের জন্য PCI বাসে ডেটা ট্রান্সফার হার প্রতি সেকেন্ডে যথাক্রমে ১৩৩ ও ২৬৬ মেগাবাইট। PCI বাস উদ্ভাবন করা হয়েছে কম্পিউটারের গঠন কাঠামোর বিভিন্ন অংশের মধ্যে দ্রুত গতিতে ডেটা পরিবহনের কাজ সম্পাদন করার উদ্দেশ্যে।

PCI বাস সরাসরি প্রসেসরের সঙ্গে যুক্ত হতে পারে। ভেসা বাসের তুলনায় পিসিআই বাস অনেক বেশি সুসমন্বিত। ৪৮৬ থেকে শুরু করে পেন্টিয়াম-১, পেন্টিয়াম-২, পেন্টিয়াম-৩, পেন্টিয়াম-৪ পাওয়ার পিসি ইত্যাদি কম্পিউটারে PCI বাস দেখা যায়।