pittonali
আমাদের প্রত্যেকের শরীরেই লিভারের গায়ে লাগানো একটা পিত্তথলি আছে যার মধ্যে পিত্তরস জমা থাকে। Peer shape organ অর্থাৎ নাশপাতির মতো দেখতে এই অঙ্গটি লিভারের নিচের দিকে থাকে। আমাদের লিভারে যে পিত্তরস উৎপন্ন হয়, লিভার থেকে ওটা বের হয়ে এসে পিত্তথলিতে জমা হয়। মজার বিষয় হলো, আমরা যখন চর্বিজাতীয় খাবার খায় তখন আমাদের নার্ভ ও মাংসপেশির সহায়তায় পিত্তথলিটা সঙ্কুচিত হয়ে এই রসটাকে খাদ্যনালীতে পাঠিয়ে দেয় এবং খাবার হজমে (বিশেষতঃ চর্বিজাতীয়) সহায়তা করে।