Ghamachi
গ্রীষ্ম মানে গরম। আর গরম মানে ঘাম আর সাথে ঘামাচি। তবে হ্যাঁ ঘামাচি সবার হয় না। দেহের ঘামের বা ঘর্ম গ্রন্থি গুলোর মুখ যখন ময়লা ও ব্যাকটেরিয়ার জন্য আটকে যায়, তখন ঘাম বের হতে না পেরে সেখানে তৈরি হয় ঘামাচি। ঘামাচি শরীরের যে কোনো জায়গায় হতে পারে। এটা দেখতে বিচ্ছিরিই নয় এবং সাথে যুক্ত হয় চুলকানি, পাশাপাশি দেখা দেয় নানা রকম সংক্রমণ।