রিমডেসিভির
অ্যান্টিভাইরাল ঔষুধ রিমডেসিভির একটি নিউক্লিওটাইড অ্যানালগ। এটাকে বলা হয় “ফেক বা নকল” নিউক্লিওসাইড। তার মানে ভাইরাসের বংশ বৃদ্ধির জন্য যে নিউক্লিওসাইড দরকার সেটির পরিবর্তে “ফেক বা নকল” নিউক্লিওসাইড দেয়া হচ্ছে। আসল নিউক্লিওসাইড না পাওয়ার ফলে ভাইরাস আর বংশ বৃদ্ধি করতে পারছে না।