চিরতা
ভারতবর্ষ থেকে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এটি ইউরোপ প্রবেশ করে। প্রাচীন আয়ুর্বেদ ও চরক সংহিতায় এর উল্লেখ আছে। তিতা তো তিতা, সেইরকমের তিতা। তবে চিরতা তিতা হলেও খুবই উপকারী। প্রসঙ্গতঃ উল্রেখ্য চিরতা ও কালমেঘ এই দুটো গুলিয়ে ফেলবেন না। চিরতা ও কালমেঘ আলাদা দুটি গাছ।