এলার্জি
বিশেষ কিছু খাবার, ধুলোময়লা, পরাগরেণু, গৃহপালিত পশুর পশম, মৌমাছির বিষ ইত্যাদির উপর শরীরের অতিসংবেদনশীল প্রতিক্রিয়াকে এলার্জি বলে।অনেকে এলার্জি সমস্যা নিয়ে অতিমাত্রায় অস্বস্তিতে থাকেন।পশম, ধুলোময়লা, মশা, মৌমাছি বা অন্যান্য পোকামাকড়ের কামড় সহজে এড়িয়ে গেলেও খাবারের এলার্জিটা মানুষকে বেশি ভোগায়।