রোকনুজ্জামান খানের বাক বাকুম পায়রা কবিতা।

রোকনুজ্জামান খান (জন্মঃ ৯ এপ্রিল, ১৯২৫ – মৃত্যুঃ ৩ ডিসেম্বর, ১৯৯৯) বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত লেখক ও সংগঠক ছিলেন। কিন্তু তিনি দাদাভাই নামেই সম্যক পরিচিত ছিলেন।

বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক ইত্তেফাকের শিশু-কিশোরদের উপযোগী কচিকাঁচার আসর বিভাগের পরিচালক হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন।

বাক বাকুম পায়রা

রোকনুজ্জামান খান

—————————

বাক বাকুম পায়রা

মাথায় দিয়ে টায়রা

বউ সাজবে কাল কি?

চড়বে সোনার পালকি?

পালকি চলে ভিন গাঁ-

ছয় বেহারার তিন পা।

পায়রা ডাকে বাকুম বাক

তিন বেহারার মাথায় টাক।

বাক বাকুম কুম বাক বাকুম

ছয় বেহারার নামলো ঘুম।

থামলো তাদের হুকুম হাঁক

পায়রা ডাকে বাকুম বাক।

ছয় বেহারা হুমড়ি খায়

পায়রা উড়ে কোথায় যায়?