বিসিএস (BCS) পরীক্ষা কি? বিসিএস (BCS) পরীক্ষার প্রস্তুতি কৌশল।
বিসিএস (BCS) পরীক্ষা কি?
বিসিএস (BCS) পরীক্ষা বা বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা হলো দেশব্যাপী পরিচালিত একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা যা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কর্তৃক বাংলাদেশ সিভিল সার্ভিসের বিসিএস (প্রশাসন), বিসিএস (কর), বিসিএস (পররাষ্ট্র) ও বিসিএস (পুলিশ) সহ ২৬ পদে কর্মী নিয়োগের জন্য পরিচালিত হয়।
যা পূর্বে ২৭টি ছিল, ২০১৮ সালে ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সাথে একত্রিত করে। বিসিএস পরীক্ষা পর্যায়ক্রমে তিনটি ধাপে অনুষ্ঠিত হয়- প্রাথমিক পরীক্ষা (MCQ), লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা (Interview)। পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল পর্যন্ত সমগ্র প্রক্রিয়া সম্পন্ন হতে ১.৫ (দেড় বছর) থেকে ৪ বছর সময় লাগে।
বিসিএস (BCS) পরীক্ষার প্রস্তুতি কৌশল:
সর্বপ্রথম লক্ষ্য ঠিক রাখতে হবে:
আপনার লক্ষ্য কি আসলেই বিসিএস? আমি বিসিএস দিব! এই কথা বলার নাম লক্ষ্য নয়। লক্ষ্য হলো আমি বিসিএস দিবো তার জন্য আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তাই আপনি যদি ঠিক করেন বিসিএস দিবেন, তাহলে সে অনুযায়ী কাজ শুরু করে দিন।
পরিশ্রমী ও অধ্যাবসায়ী হতে হবে:
কম পড়া লেখা করে বিসিএস পরীক্ষায় টিকে থাকা সম্ভব নয়। বিসিএস পরীক্ষায় জন্য পড়াশোনার বিকল্প নাই। যেহেতু প্রচুর পড়তে হবে তাই আপনাকে পরিশ্রমের বেলায় কোন কার্পণ্য করা যাবে না। পরিশ্রমী ও অধ্যাবসায়ী ব্যাক্তি কখনো সহজে পরাজয় মেনে নেয় না। তাই বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই পরিশ্রমী ও অধ্যাবসায়ী হতে হবে।
বিসিএস প্রশ্ন ব্যাংক সমাধান করা:
নিয়মিত বিসিএসের প্রশ্ন ব্যাংক সমাধান করার চেষ্টা করতে হবে। প্রশ্ন ব্যাংক সমাধান করলে আপনার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে। এছাড়া কোন কোন বিষয়ে আপনার দুর্বলতা আছে সে সম্পর্কে বুঝতে পারবেন। প্রশ্ন ব্যাংক সমাধান করার সময় পরীক্ষার মত সময় নির্ধারণ করে নিন। এর ফলে, দ্রুত উত্তর দেয়ার মত মানসিকতা ও মনোবল তৈরি হবে।
প্রতিদিন একটি জাতীয় পত্রিকা পড়তে হবে:
প্রতিদিন একটি জাতীয় পত্রিকা পড়তে হবে। এতে বইয়ের পাশাপাশি অনেক সাধারণ জ্ঞান বাড়বে। পত্রিকা নির্বাচনের ক্ষেত্রে দেখুন, কোন পত্রিকা সম সাময়িক গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে বেশি লেখে। পত্রিকার সম্পাদকীয় পাতাটি সব সময় ভাল করে পড়তে হবে। পত্রিকা পড়ার দ্বারা আপনার সবগুলো বিষয়ে প্রস্তুতি নেয়া হয়ে যাবে। এছাড়া আপনার বাংলা শব্দভাণ্ডারও শক্তিশালী হবে।
বিসিএস পরীক্ষার মানবন্টন সম্পর্কে জানতে হবে:
বিসিএস পরীক্ষা দিবেন কিন্তু বিসিএসের সিলেবাস সম্পর্কে ধারণা থাকবে না; এটাতো একদম হাস্যকর ব্যাপার। এছাড়া সঠিকভাবে পড়া শোনা না করলে বিসিএস পাশ করাও সম্ভব না। তাই, সর্বপ্রথমে বিসিএসের পরীক্ষার মানবন্টন সম্পর্কে জানতে হবে। এতে করে বিসিএস প্রস্তুতি নিতে সহজ হবে।
বিসিএস প্রস্তুতি রুটিন ঠিক করতে হবে:
সিলেবাস আর মানবন্টন সম্পর্কে জানা হয়ে গেলে; এবার একটা রুটিন তৈরি করে ফেলুন। আপনার রুটিন কেমন হবে, সেটা আপনি ভাল জানবেন। কোন সময় কোন বিষয়টি পড়তে ভাল লাগে সে সময়টি নির্দিষ্ট করতে হবে। তবে পড়ার মধ্যে যেন ধারাবাহিকতা থাকে। নিয়মিত যেন প্রতিটি বিষয় পড়া হয়। নতুন পড়া শুরুর আগে পূর্বের পড়াগুলো অবশ্যই পড়ে নিতে হবে।