বালিশে মাথা রাখলেই যাদের ঘুম চলে আসে তারাই পৃথিবীর সবথেকে সুখি মানুষ।
ভাইরে ভাই সেকি ঘুম। ভাই শুধু একটু কাত হতে দেন। গায়ের উপর দিয়ে যা চালাইবেন চালান, আমারে জাগাইতে পারবেন না।
বাসে ঘুম, ট্রেনে ঘুম, কমোডে ঘুম, আর বালিশ পাইলে তো কথাই নেই। শুধু ঘুম আর ঘুম। বিরক্তিকর ভাষায় যাকে বলে মরণের ঘুম।
অনেকের কাছে বালিশও বাহুল্য। শুধু ঘুম আর ঘুম। ইট দিলেও সই। ইটের উপর চটের বস্তা বা যেকোনো কাপড় বিছিয়ে ঘুম। বাঙালিকে কে ঠেকাতে পারে। যেভাবেই হোক বুদ্ধি একটা বের করে মানিয়ে নিতে বাঙালি একেবারে চ্যাম্পিয়ন।
সুখ বলতে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেন। সুখ এর সংজ্ঞা তাই অনেক কিছুই হতে পারে। তবে আমরা তর্কে যাবো না। আমরা সহজভাবে সাধারণ মানুষের ঘুম নির্ভর সুখ নিয়ে কিছু কথা বলবো বা আলোচনা করবো।
বৈষয়িক বিষয়ে আপনি যত বেশি জড়াবেন ততই আপনার ঝামেলা, চিন্তা বাড়বে। টেনশন, চিন্তা আপনার শান্তির ঘুম নষ্ট করে দিবে।
বাস্তবে দেখা যাই, যারা সারাদিন খুব পরিশ্রম করেন, তিনবেলা আহার যোগাতে যাদের হাড় ভাঙা খাটুনি, তাদের দিনশেষে রাতের আহারের পরে চোখজুড়ে ঘুম। অন্য কোনো চিন্তা নাই, শুধু ঘুম আর ঘুম।
এজন্যই হয়তো বলা হয়ে থাকে বৈষয়িক চাহিদা যার কম, ভোগ, কামনা-বাসনা যে যতটা ত্যাগ করতে পেরেছে তারাই ততটা সুখী। এরকম মানুষেরাই বালিশে মাথা রাখলেই তাদের ঘুম চলে আসে। আর এরাই পৃথিবীর সবথেকে সুখী মানুষ।