কম্পিউটার কেনার আগে যা জানা দরকার।
আধুনিক বিশ্বে কম্পিউটার ছাড়া এক মুহূর্তও কল্পনা করা যায় না। মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে শিক্ষা ক্ষেত্র, ব্যবস্যা-প্রতিষ্ঠান, অফিস-আদালত, বিনোদন পর্যন্ত প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কম্পিউটারের ব্যবহার রয়েছে।
মানুষের কঠিন কাজ গুলো অতি সহজে করে একটি কম্পিউটার। এখন প্রায় প্রতিটি মানুষের কাছেই কম্পিউটার রয়েছে, আবার অনেকে ভাবছেন নতুন কম্পিউটার কিনবেন। কিন্তু অনেকেই কম্পিউটার সম্পর্কে ভালো ধারনা না থাকার কারনে প্রতারিত হয়ে থাকেন।
কম্পিউটার কেনার আগে যা জানা জরুরি:
তাই চলুন জেনে নেওয়া যাক, কম্পিউটার কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
হার্ডডিস্ক সম্পর্কে ধারণা রাখতে হবে :
একটি কম্পিউটারের যাবতীয় তথ্য জমা রাখতে হার্ডডিস্ক ব্যবহার করা হয়। এটি কম্পিউটারের ভার্চুয়াল র্যাম হিসেবেও কাজ করে। হার্ডডিস্কে যত বেশি জায়গা থাকবে আপনি তত বেশি তথ্য সংগ্রহ করতে পারবেন। বর্তমানে ১৬০ জিবি থেকে ৩ টিবি পর্যন্ত হার্ডডিস্ক পাওয়া যায়।
হার্ডডিস্কের আরপিএম বেশি হলে এর ডাটা ট্রন্সফার ক্ষমতা বেশি হবে। মাদারবোর্ডে হার্ডডিস্কের পোর্ট অনুযায়ী আপনাকে হার্ডডিস্ক কিনতে হবে। আপনি যদি এক্সটার্নাল হার্ডডিস্ক ব্যবহার করতে চান তাহলে মাদারবোর্ডের ইউএসবি পোর্টের ভার্সন দেখে তা কিনবেন।
প্রসেসর সম্পর্কে ধারণা রাখতে হবে :
প্রসেসর হচ্ছে পিসির পারফরমেন্সের মূল্য উপাদান। কম্পিউটারের মূল নিয়ন্ত্রণ করে থাকে এই প্রসেসর। এটিকেই মূলত সিপিইউ বলা হয়। যেহেতু প্রসেসর কম্পিউটারের জন্য একটি গুরুত্বপূর্ণ বস্তু তাই এটি কেনার সময় অবশ্যই বিশেষ শতর্কতা গ্রহণ করতে হবে। প্রসেসরের ক্লক স্পিড একটি গুরুত্বপূর্ণ বিষয়। ক্লক স্পিড যত বেশি হবে প্রসেসরের প্রসেসিং ক্ষমতা তত বেশি হবে।
এছাড়া প্রসেসরের সিরিজ যত উন্নত হবে এর স্পিড তত বাড়বে। প্রসেসর কেনার সময় এর থ্রেড কয়টি তা দেখে কিনতে হবে। কোর এবং থ্রেড এর সংখ্যা বেশি হলে স্পিড বেশি হবে। এছাড়াও বাস স্পিড ও ক্যাশ মেমোরি সম্পর্কেও খেয়াল রাখতে হবে।
মাদারবোর্ড সম্পর্কে ধারণা রাখতে হবে :
কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ অংশ হলো মাদারবোর্ড। কম্পিউটারের CPU এর যত মূল যন্ত্রাংশ রয়েছে সেগুলো সবই এই মাদারবোর্ডের উপর তৈরী করা। তাই কোয়ালিটিযুক্ত মাদারবোর্ড কেনার চেষ্টা করবেন।
মাদারবোর্ড কেনার আগে এতে গ্রাফিক্স কার্ড এর স্লট কয়টা, র্যাম স্লট কয়টা, ইউএসবি পোর্ট কতগুলো আছে এগুলো যাচাই করে নিবেন।
গ্রাফিক্স কার্ড সম্পর্কে ধারণা রাখতে হবে :
বিশেষ করে গেমারদের জন্য কম্পিউটারে ভাল গ্রাফিক্স কার্ডের প্রয়োজন রয়েছে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড পাওয়া যায়। গ্রাফিক্স কার্ডেল ভি-র্যাম বেশি হলে এর ফলাফল ভাল পাওয়া যাবে।
এছাড়াও ক্লক রেট, মেমোরি বাস ইত্যাদি বিভিন্ন জিনিসের জন্যও গ্রাফিক্স কার্ডের ক্ষমতার পরিবর্তন হয়। তাই কম্পিউটার কেনার আগে থেকেই এই ব্যাপারে ভালো করে জেনে নিবেন।
RAM সম্পর্কে ধারণা রাখতে হবে :
RAM এর কাজ হলো আপনার পিসিকে চলমানরত কাজগুলোকে দ্রুত সম্পন্ন করে তোলা। যত বেশি RAM লাগাবেন ততবেশি দ্রুত কম্পিউটার কাজ করতে পারবে। বর্তমান যুগে ৪ গিগাবাইট RAM হচ্ছে স্ট্যার্ন্ডাড লাইন।
তবে আপনি যদি গেমার হন কিংবা গ্রাফিক্সের কাজ করেন তাহলে আপনাকে RAM বাড়াতে হবে। RAM কেনার আগে সেটা মাদারবোর্ড এর সাথে DDR এর মিল আছে কিনা সেটা লক্ষ্য করবেন।
কেসিং সম্পর্কে ধারণা রাখতে হবে :
মাদারবোর্ড, হার্ডডিস্কসহ অন্যান্য যন্ত্রাশং সাজিয়ে রাখার বক্সটিই হলো কেসিং। কেসিং নির্বাচনের জন্য ব্র্যান্ড ততটা গুরুত্বপূর্ণ নয়। তবে কেসিং নির্বাচন করার সময় খেয়াল রাখতে হবে যেন এটি দেখতে সুন্দর এবং এটি দিয়ে বাতাস যাতায়াতের সু-ব্যবস্থা থাকে।
এছাড়া কেসিং এর সঙ্গেই পাওয়ার সাপ্লাই সংযুক্ত থাকে এ কারণে কেসিং এর মূল্য পাওয়ার সাপ্লাইয়ের কোয়ালিটির ওপর অনেক নির্ভর করে।