ঘুম পাড়ানি।
ঘুম পাড়ানি
জসীম উদ্দীন
—————————
ঘুম পাড়ানি পরীরা সব
মোদের বাড়ি যেও,
বাটা ভরা পান দিব
গাল ভরে খেও।
খাট নাই পালং নাই
খোকার চোখে বসো,
সোনামণির ঘুম নাই
ঘুম নিয়ে এসো।
Quality information
—————————
ঘুম পাড়ানি পরীরা সব
মোদের বাড়ি যেও,
বাটা ভরা পান দিব
গাল ভরে খেও।
খাট নাই পালং নাই
খোকার চোখে বসো,
সোনামণির ঘুম নাই
ঘুম নিয়ে এসো।