স্ক্যানার (Scanner) এবং ওএমআর (OMR) কাকে বলে? এদের মধ্যে পার্থক্য কি?

স্ক্যানার (Scanner) কাকে বলে?


স্ক্যানার (Scanner) হলো এক ধরনের হার্ডওয়ার ইলেকট্রনিক ইনপুট ডিভাইস। যেটির সাহায্যে যেকোনো ডাটা স্ক্যান করে কম্পিউটারে নিয়ে যাওয়া যায়। অর্থাৎ, এটির সাহায্যে যেকোনো লেখা, ডকুমেন্ট বা ফটো স্ক্যান করা যায় এবং সেগুলো কে ডিজিটাল ফরম্যাটে রূপান্তরিত করা যায়।

scanner_scanner

স্ক্যানার (Scanner) অনেকটা ফটোকপি মেশিনের মতো। এটি একটি জনপ্রিয় ইনপুট ডিভাইস। স্ক্যানার কোন ছবি বা টেক্সটকে ইলেক্ট্রনিক সিগন্যালে কনভার্ট করে যা গ্রাফিক্স সফটওয়্যারের মাধ্যমে ইমেজ বা পিকচারে রূপান্তরিত হয়।

ওএমআর (OMR) কাকে বলে?


ওএমআর (OMR) এর পূর্ণরূপ হলো অপটিক্যাল মার্ক রিডার (Optical Mark Reader)। ওএমআর (OMR) এক ধরনের ইনপুট ডিভাইস। ওএমআর (OMR) এমন একটি যন্ত্র যা পেন্সিল বা কালির দাগ (Mark) বুঝতে পারে। পেন্সিলের দাগ বোঝা যায় পেন্সিলের সীসের উপাদান গ্রাফাইটের বিদ্যুৎ-পরিবাহিতা বিচার করে।

OMR_OMR

ওএমআর (OMR) এর সাহায্যে স্ক্যানারের মতই লিখিত বিষয়বস্তু কম্পিউটারে নিয়ে যাওয়া যায়। বর্তমানে অবজেকটিভ প্রশ্নের উত্তরপত্র পরীক্ষা, বাজার সমীক্ষা, জনগণনা ইত্যাদি কাজে ওএমআর (OMR) ব্যবহৃত হয়।

স্ক্যানার (Scanner) এবং ওএমআর (OMR) এর মধ্যে পার্থক্য:


স্ক্যানার (Scanner) ওএমআর (OMR)
১. স্ক্যানার (Scanner) কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস, যার মাধ্যমে ছবি বা বই স্ক্যান করে কম্পিউটারে সঞ্চয় করা হয়। ১. ওএমআর (OMR) কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস, যার মাধ্যমে নির্দিষ্ট কিছু ফরম্যাট থেকে ডাটা সংগ্রহ করা হয়।
২. স্ক্যানারের মাধ্যমে যেকোনাে ডকুমেন্ট বা ছবিকে হুবহু স্ক্যান করে কম্পিউটারে ইনপুট নেয়া যায়। ২. ওএমআর এর মাধ্যমে দাগকে শনাক্ত বা পড়তে নিয়ে তা ইনপুট আকারে গ্রহণ করা যায়। যেমন: কালির সাহায্যে ভরাটকৃত কোনাে বৃত্তকে পড়া।
৩. স্ক্যানারের মাধ্যমে ছবিকে উচ্চ রেজ্যুলেশনে স্ক্যান করে নেয়া যায়। ৩. ওএমআর (OMR) এর ক্ষেত্রে কোন রেজ্যুলেশন সুবিধা নেই।
৪. সাধারণত ক্যামেরায় তােলা প্রিন্টকৃত ছবি এবং কাগজে মুদ্রিত ছবি স্ক্যানারের সাহায্যে কম্পিউটারে প্রেরণ করা হয়। ৪. ওএমআর (OMR) বিশেষ কাগজের উপর কালির বা পেন্সিলের দাগ বুঝতে পারে।
৫. লেখা বা ছবিকে অপটিক্যালি স্ক্যান করে এবং ডিজিটাল ডেটা হিসেবে কম্পিউটারে সরবরাহ করার কাজে স্ক্যানার ব্যবহৃত হয়। ৫. সাধারণত অবজেকটিভ প্রশ্নের উত্তরপত্র পরীক্ষা, বাজার সমীক্ষা, জনগণনা ইত্যাদি কাজে ওএমআর (OMR) ব্যবহৃত হয়।
৬. স্ক্যানারে বিভিন্ন গ্রাফিক্স সফটওয়্যারের সাহায্যে স্ক্যান করা ছবিকে এডিট করা যায়। ৬. ওএমআর বিশেষ ব্যবস্থায় বৈদ্যুতিক সিগন্যালে বােধগম্য করে কম্পিউটার দাগের অস্তিত্ব নির্ণয় করে। সম্পাদনার কোনাে বিষয় এতে জড়িত নেই।