সাধারণ বিজ্ঞান বিষয়ক প্রশ্ন ও উত্তর।

শিমগাছ মাটিতে কোন উপাদান বৃদ্ধি করে = নাইট্রোজেন।
বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না = লাল, নীল, সবুজ।
কোন বস্তুর ত্বরণ বলতে বুঝায় = সময়ের সাথে বেগ বৃদ্ধির হার।
পরম শূন্য তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন কত = শূন্য।
কার্পাস তুলা থেকে কোন তন্ত্রুটি পাওয়া যায় = অ্যাসবেসটস।
কোন পতঙ্গ তার নিজের ওজনের 50 গূন বেশি ওজন বহন করতে পারে = পিঁপড়া।
শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ = কম থাকে।
কোন দেশ পারমানবিক শক্তির অধিকারী নয় = জার্মানি।
শালগাছ বায়ুমণ্ডলে কি ত্যাগ করে = অক্সিজেন।
কোন প্রকারের মাটি চাষাবাদের জন্য সর্বাপেক্ষা উপকারী = দোঁআশ।
কোন গাছের পাতা থেকেই গাছ জন্মায় = পাথরকুঁচি
“মাশরুম” এক ধরনের = ফাঙ্গাস।
কোন খনিজের অভাবে গলগন্ড রোগ হয় = আয়োডিন।
কোন প্রানীটি দাড়িয়ে ঘুমায় = ঘোড়া।
বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় কেন = বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে ।
একটি লাল ফুলকে সবুজ আলোতে কেমন দেখাবে = কালো।
বস্তুর আপেক্ষিক ভর কে আবিষ্কার করেন = আর্কিমিডিস।
টেলিভিশন আবিষ্কার করেন = জন বেয়ার্ড।
কোষের মস্তিষ্ক বলা হয় = নিউক্লিয়াসকে।
ধানের বাদামী রোগ হয় = ছত্রাক দ্বারা।
ফার্ন উদ্ভিদের জন্য কোনটি প্রযোজ্য = মূল, কান্ড, পাতা বিভক্ত অপুস্পক উদ্ভিদ।
মাছ কোনটির সাহায্যে শ্বাসকার্য চালায় = ফুলকার সাহায্যে।
মানুষের দেহে কয় জোড়া ক্রোমোজম থাকে = 23 জোরা
গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু = ফাইলেরিয়া ক্রিমি।
দেহের সবচেয়ে কঠিন অংশের নাম কি = এনামেল।
ফিতা কৃমি কোন ধরনের প্রানী = অন্তঃপরজীবী।
ভয় পেলে গায়ের লোম খাড়া হয়ে যায় কোন হরমোনের অভাবে = অ্যাডরেনালিন।
মানব দেহের সর্ববৃহৎ অঙ্ক কি = ত্বক।
সাদা রক্ত বা বর্ণহীন বিশিষ্ট প্রানী = তেলাপোকা।
কোষের মস্তিষ্ক বলা হয় = নিউক্লিয়াসকে।
রক্তের লোহিত কনিকা তৈরি হয় = অস্থি।
গাড়ীর ব্যাটারিতে কোন এসিড ব্যবহার করা হয় = সালফিউরিক।
বরফ পানিতে বাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব = বেশী।
মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস = শ্বসন।
কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি = রূপা।
প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় = বৃষ্টিপাত।
হাড় ও দাঁতকে মজুত করে = ক্যালসিয়াম ও ফসফরাস।
অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো = গ্লাইকোজেন।
কোয়ান্টাম তত্ত্ব এর অপর নাম = ফোটন তত্ত্ব।
মাছ থেকে আমিষ আসে = 60%।
“স্ট্রিট ভাইরাস” জীবাণু হলো = রেবিস রোগের।
গতিবিদ্যার জনক = গ্যালিলিও
খর পানিতে উওম ফেনা দেয় = ডিটারজেন্ট।
দূরত্বের সবচেয়ে বড় একক = আলোকবর্ষ।
অ্যালুমেনিয়াম সালফেটকে চলিত বাংলায় বলে = ফিটকিরি।
পারমানবিক বোমার চাইতে শক্তিশালী হলো = হাইড্রোজেন বোমা।
পরমাণুর নিউক্লিয়াসে থাকে = নিউট্রন ও প্রোটন।
লোহার প্রধান আকরিক হলো = হেমাটাইট।
টেস্টটিউব পদ্ধতির জনক = রবার্ট এডওয়ার্ডস।
জৈব রসায়নের জনক = ফ্রেডরিক উহলার।
“গো বসন্ত” রোগ যে ভাইরাসে আক্রান্ত হয় = ভ্যাক্সিনিয়া ভাইরাস।
কৃত্রিম জিন আবিষ্কার করেন = হরগোবিন্দ খোরানা।
তামার সাথে কি মেশালে পিতল হয় = দস্তা।
কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো = বালি।
এক আলোকবর্ষ = 9.461 × 10 কিমি।
সবচেয়ে সক্রিয় অধাতু = ফ্লোরিন (F)
অধাতুসমূহ প্রধানত বিদ্যুৎ ও তাপ = অপরিবাহী।
সিমেন্ট তৈরির কাঁচামাল = জিপসাম।
ভাইরাসজনিত রোগ নয় = ডিপথেরিয়া।
বিদ্যুৎ বিলের হিসাব করা হয় = কিলোওয়াট ঘন্টা।
দুটি তড়িৎদ্বার বিশিষ্ট বায়ুশূন্য বাল্বকে বলে = ডায়োড।
আবহাওয়া সম্পকিত বিজ্ঞান = মেটিওরোলজি।
বায়ু মন্ডলের স্তর কয়টি = 4টি।
নিচের কোনটি এসিড বৃষ্টির সাথে সংশ্লিষ্ট = H2So4.
প্রধান গ্রীন হাউস গ্যাস কোনটি = Co2