বাংলা ব্যাকরণের অতি গুরুত্বপূর্ণ সমাস।

সমস্ত পদব্যাস বাক্যসমাস
জন্মান্ধ জন্ম হইতে অন্ধ অপাদান তৎপুরুষ
গ্রাসাচ্ছাদন গ্রাস ও আচ্ছাদন দ্বন্দ্ব
চোখেমুখে চোখে ও মুখে অলুক দ্বন্দ্ব
দুধভাত দুধ ও ভাত দ্বন্দ্ব
আদিমধ্যান্ত আদি ও মধ্য ও অন্ত দ্বন্দ্ব
মনস্তনু মন ও তনু দ্বন্দ্ব
অহর্নিশ আহঃ ও নিশা দ্বন্দ্ব
মারধর মার ও ধর দ্বন্দ্ব
শীতোষ্ণ শীত ও উষ্ণ দ্বন্দ্ব
কানাকানি কানা ও কানি দ্বন্দ্ব
চলাফেরা চলা ও ফেরা দ্বন্দ্ব
হাটবাজার হাট ও বাজার দ্বন্দ্ব
লোকজন লোক ও জন দ্বন্দ্ব
মানইজ্জত মান ও ইজ্জত দ্বন্দ্ব
চুনকালি চুন ও কালি দ্বন্দ্ব
আমরা আমি ও তুমি দ্বন্দ্ব
তোমরা তুমি ও সে দ্বন্দ্ব
দম্পতি জায়া ও পতি দ্বন্দ্ব
দেবাশ্রিত দেবকে আশ্রিত কর্ম তৎপুরুষ
চিরবসন্ত চিরকাল ব্যাপিয়া বসন্ত কর্ম তৎপুরুষ
কলাবেচা কলাকে বেচা কর্ম তৎপুরুষ
বিজ্ঞানসম্মত বিজ্ঞান দ্বারা সম্মত করণ তৎপুরুষ
তৃষ্ণার্ত তৃষ্ণা দ্বারা ঋত করণ তৎপুরুষ
তৈলনিষিক্ত তৈল দ্বারা নিষিক্ত করণ তৎপুরুষ
অস্ত্রোপচার অস্ত্রের দ্বারা উপাচার করণ তৎপুরুষ
ছাতাপেটা ছাতা নিয়ে পেটা করণ তৎপুরুষ।
মায়াচ্ছন্ন মায়া দ্বারা আচ্ছন্ন করণ তৎপুরুষ
জলাতঙ্ক জল হইতে আতঙ্ক অপাদান তৎপুরুষ
আদ্যন্ত আদি হইতে অন্ত অপাদান তৎপুরুষ
মৃত্যুত্তীর্ণ মৃত্য হইতে উত্তীর্ণ অপাদান তৎপুরুষ
রান্নাঘর রান্নার নিমিত্তে ঘর নিমিত্ত তৎপুরুষ
শিক্ষায়তন শিক্ষার জন্য আয়তন নিমিত্ত কারক
পুত্রশোক পুত্রের জন্য শোক নিমিত্ত তৎপুরুষ
বিয়েপাগলা বিয়ের জন্য পাগলা নিমিত্ত তৎপুরুষ
মাপকাঠি মাপের জন্য কাঠি নিমিত্ত তৎপুরুষ
বিশ্ববিখ্যাত বিশ্বে বিখ্যাত অধিকরণ তৎপুরুষ
দাঁতকপাটি দাঁতে কপাটি অধিকরণ তৎপুরুষ
গলাধাক্কা গলাতে ধাক্কা অধিকরণ তৎপুরুষ
স্বাধীন স্ব এর অধীন সম্বন্ধ তৎপুরুষ
যুবসংঘ যুবকদের সংঘ সম্বন্ধ তৎপুরুষ
রাজধানী রাজার ধানী সম্বন্ধ তৎপুরুষ
শ্বশুরবাড়ি শ্বশুরের বাড়ি সম্বন্ধ তৎপুরুষ
বনফুল বনের ফুল সম্বন্ধ তৎপুরুষ
অর্থগৌরব অর্থের গৌরব সম্বন্ধ তৎপুরুষ
খেচর খ তে চরে যে উপপদ তৎপুরুষ
একান্নবর্তী একান্নে বর্তন করে যে উপপদ তৎপুরুষ
গণিতজ্ঞ গণিত জানেন যিনি উপপদ তৎপুরুষ
অনাহার নাই আহার নঞ তৎপুরুষ
অজানা নাই জানা নঞ তৎপুরুষ
নাতিশীতোষ্ণ অতিশীতোষ্ণ নয় নঞ তৎপুরুষ
অনেক নয় এক নঞ তৎপুরুষ
গরমিল নয় মিল নঞ তৎপুরুষ
অম্লান নয় ম্লান নঞ তৎপুরুষ
অনভিজ্ঞ নয় অভিজ্ঞ নঞ তৎপুরুষ
রেফারেন্স: