চোখে ময়লা গেলে কি করবেন?
চোখে ময়লা যাওয়া কোন অস্বাভাবিক ব্যাপার নয়। চোখ মানবদেহের সবচেয়ে সংবেদনশীল একটি অঙ্গ।
যেকোন সময় যেকোন পরিস্থিতিতে চোখে ময়লা যেতে পারে। চোখে ময়লা গেলে ভয় না পেয়ে ময়লা বের করার চেষ্টা করতে হবে।
কেননা চোখে সামান্য পরিমাণ ময়লা ঢুকলে বিশাল পাথরের মতো মনে হয়। চোখের এসব ময়লা থেকে বড় ধরনের ক্ষতিও হতে পারে।
চোখে ময়লা গেলে করণীয়:
আসুন জেনে নিন কিভাবে চোখের ময়লা বের করবেন –
চোখে কোন ময়লা গেলে তাড়াহুড়া না করে আস্তে আস্তে চোখে পানির ঝাপটা দিতে থাকুন। দেখবেন ময়লা বেরিয়ে গেছে।
বারবার চোখে পলক ফেলুন। চোখে ময়লা গেলে বার বার পলক ফেলা একটু কস্টকর। তারপরও বারবার পলক ফেলতে চেষ্টা করুন কাজ হবে।
চোখের পাতা ধরে টেনে দেখুন ময়লাটা দেখা যায় কি না। এরপর চোখে ময়লা খুঁজে পেলে পরিচ্ছন্ন নরম কোন কাপড়ের কোণা দিয়ে ময়লাটা আস্তে আস্তে বের করার চেষ্টা করুন।
যদি ময়লাটা না বেরিয়ে আসে তাহলে চোখ বন্ধ করে শুয়ে পড়ুন। এবং ঘুমানোর চেষ্টা করুন। অনেক সময় ঘুম থেকে উঠার পর চোখের ময়লাটা বেরিয়ে আসে।
নিজের চোখই হোক আর অন্যের চোখ, চোখ স্পর্শ করার আগে সাবান নিয়ে হাত ধুয়ে দিতে হবে। এতে চোখের ইনফেকশন হওয়ার ঝুঁকি কমে যায়।
তবে চোখের মণি কিংবা চোখের সাদা অংশের ওপর গভীরভাবে গেথে কোনো কিছু আটকে থাকলে সে ক্ষেত্রে বস্তুটিকে বের করার চেষ্টা করবেন না।
চোখে ময়লা গেলে যা না করা ভালো:
চোখে ময়লা গেলে যা না করা ভালো সে সম্পর্কে নিচে দেওয়া হলো –
চোখ থেকে ময়লা বের করার জন্য চোখ জোরে জোরে ডলবেন না বা ঘঁষবেন না।
ময়লা হাত দিয়ে চোখ স্পর্শ করবেন না। কোন পরিচ্ছন্ন নরম কাপড়ের কোণা দিয়ে বের করুন।
প্রয়োজনে সাবান ও পানি ফিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন।
শক্ত কিছুর সাহায্যে চোখ থেকে ময়লা বের করার চেষ্টা করবেন না।