বাংলা শব্দ |
ইংরেজি অনুবাদ |
তুমি কি বইখানা পড়ে শেষ করেছ |
Have you finished reading the book |
সে কেবল ঘুমাত আর কেছুই করত না |
He did nothing but sleep |
সে আমার কাছ থেকে বিদায় নিল |
He took leave of me |
সে আড়াইটার গাড়িতে গিয়েছিল |
He went by the 2:30 train |
আমি এখানে থেকে কিভাবে এয়ারপোর্টে যাবো? |
How do I get to the airport from here? |
সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি |
I congratulate you on your success |
তোমার উপদেশে আমার উপকার হলো |
I profited by your advice |
তুমি যতক্ষণ না ফের, ততক্ষণ আমি অপেক্ষা করব |
I shall wait until you come back |
ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল |
I was informed of the matter |
এতে কোন সন্দেহ নাই |
It admits of no doubt |
এসো তুমি আর আমি কাজটা করি |
Let you and me do it |
আমার যখন পাঁচ বছর তখন আমার বাবা মারা যান |
My father died when I was a child five years old |
আমাদের কেউ উপস্থিত ছিল না |
Neither of us was present |
ঘরটি আমাদের জন্য নিতান্তই ছোট |
The room is much too small for us |
চেষ্টা না করলে সফল হবে না |
Unless you try, you will never succeed |
সে কোন দেশের লোক? |
What country does he belong to? |
তুমি পড়াশুনায় অবহেলা কর কেন? |
Why do you neglect your studies? |
নাচতে না জানলে উঠান বাকাঁ |
A bad workman quarrels with his tools |
আর কোন সময় নাই |
A few nano seconds are left. |
বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু |
A friend in need is a friend indeed |
মৃদু মন্দ বায়ু বইছে |
A gentle breeze is blowing |
মন্দ-মন্দ বায়ু বইছে |
A mild breeze is blowing |
একটা কলেজ খোলবার প্রস্তাব চলছে |
A proposal is on foot to start a college |
বিশ মিনিটের মতো |
About twenty minutes |
দূরে গেলে পোড়ে মন, কাছে থাকলে ঠনঠন |
Absence makes the heart grow fonder |
তারপর আমরা দেখবো |
After that, we’ll be looking at |
ডান দিকে মোড় নেয়ার পর আর পাঁচটা ব্লক যাবেন এবং তারপর বাম দিকে মোড় নিবেন |
After you turn right, go for five blocks and turn left |
আইনের চোখে সবাই সমান |
All are equal in the eye of law |
সবচেয়ে ভালোটা হোক তোমার এই কামনা রইলো |
All the best to you |
খেলা বাদ এবং সবাই কাজে লেগে যাও! |
All work and no play! |
জামা-কাপড় সবসময় ফিটফাট রাখবে |
Always keep your clothes tidy |
আমি কি পরেরটায় যেতে পারি? |
Am I allowed to leave for the next? |
সৎলোক সর্বত্রই সম্মানিত |
An honest man is respected everywhere |
শিশু স্তন পান করে |
An infant sucks its mother |
এবং সবশেষে আমরা আলোচনা করবো… |
And finally, we’ll discuss … |
এবং তোমার কি অবস্থা? |
And how about you? |
এবং এরূপ আরো অনেক। |
And so on |
অনিক জাকিরকে দিয়ে নোটগুলো লিখিয়ে নেয় |
Anik gets Jakir to write notes |
ঠিক ঠিক উত্তর দাও |
Answer to the point |
আর কিছু লাগবে? |
Anything else? |
আর কিছু? |
Anything else? |
নতুন কোনো খবর আছে? |
Anything new going on? |
শুধুমাত্র আপনারা দুইজনই আজ ভ্রমন করছেন? |
Are just you two traveling today? |
ওরা কি আপনার বাচ্চা? ওরা খুবই সুন্দর |
Are those your kids? They’re so cute. |
আপনি কি একজন সুবিন্যস্ত (সবকিছুতে শৃঙ্খলাবদ্ধ) ব্যক্তি? |
Are you an organized person? |
আপনি কি কোনো দাহ্য পদার্থ বহন করছেন? |
Are you carrying any flammable material? |
আপনি কি সাথে কোনো ব্যাগ নিচ্ছেন? |
Are you checking any bags? |
তুমি কি তাদের বিয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছ? |
Are you going to attend their wedding? |
তুমি কাল যাচ্ছ তো? |
Are you going tomorrow, isn’t it? |
তুমি কি বাজারের দিকে যাচ্ছ? |
Are you going toward market? |
তুমি কি কি উপস্থাপনায় দক্ষ? |
Are you good at presentation? |
আপনি কি এখানে আপনার পরিবারের সাথে এসেছেন? |
Are you here with your family? |
তুমি কি কম্পিউটার প্রোগ্রামে ডুবে আছ? |
Are you into computer programming? |
তুমি কি ফেসবুকে আলাপচারিতায় মগ্ন? |
Are you into Facebook chatting? |
আপনি কি নির্দিষ্ট কিছু খুঁজছেন? |
Are you looking for anything in particular? |
আপনি কি এখানে ছুটি কাটাতে এসেছেন? |
Are you on vacation here? |
আপনি কি নিশ্চিত যে…? |
Are you positive that …? |
আপনি কি আপনার সাক্ষাৎকারের জন্য প্রস্তুত? |
Are you ready for your interview? |
আপনি অর্ডার করতে চান এখন? |
Are you ready to order? |
আপনি কি কোথাও থেকে এখানে ঘুরতে এসেছেন? |
Are you visiting from somewhere? |
তুমি কি কারো জন্য অপেক্ষা করছ? |
Are you waiting for someone else? |
আপনি কি ভ্রমন করতে ইচ্ছুক? |
Are you willing to travel? |
আমার কথা বুঝতে পারছ? |
Are you with me? |
সত্য কথা বলতে কি, আমি খুব ব্যস্ত |
As a matter of fact, I’m very busy |
আমি যতটুকু জানি… |
As far as I know… |
আমি যতদূর জানি যে… |
As far as I know/ I know that. |
আমি যতটুকু জানি.. |
As far as I know… |
আমি যেমনটা আগে বলেছি.. |
As I mentioned earlier… |
খবর শুনে আমি তাকে দেখতে গেলাম |
As soon as I heard the news i went to seen him |
আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে.. |
As you can see here |
আপনি যা পছন্দ করেন! |
As you like? |
যত দ্রুত পারা যায় |
As soon as possible |
তাকে দেখেই আমার বুক ধুকধুক করে উঠল |
At the very sight of him my heart went pit-a-pat |
এ কথায় সে রেগে ওঠল |
At this he flew into a rage |
এই ধাপে ধাতুটি ২০০ ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত আছে |
At this stage the metal is heated to 200 degrees Celsius |
একটু শান্ত হও |
Be calm/ Be quite/ Keep quite |
কোনো সন্দেহ ছাড়াই সুখে থাকো |
Be happy without doubts |
পেন্সিল দিয়ে লিখেন |
Be helped with the pencil |
অপর ব্যক্তির প্রতি আগ্রহী হোন |
Be interested in the other fellow |
তাড়াতাড়ি কর, আমরা দেরি করে ফেলেছি |
Be quick, we are already late |
যা যা বললাম মনে রেখো |
Bear in mind what I have said |
বুদ্ধিমান হওয়ার কারনে সবাই তার প্রশংসা করে |
because of having merits, the boy is praised by all |
কুয়াশার কারনে আমরা বাইরে যেতে পারি নাই |
Because of heavy fog, we could not go out. / There was heavy fog, we could not go out. |
স্বাস্থ্যবান হওয়ার কারনে সে সুখী |
Because of his being healthy ha is happy |
নিজের ওপর বিশ্বাস রাখ |
Believe in yourself |
আজকে ভালো হয় যদি একটু গাঢাকা দিয়ে থাকো! |
Better keep the head down today! |
আপনি খুব ভাল করতেছেন |
Better than the best/ better than good |
চিরদিনের বন্ধু |
Best friend(s) forever |
তোমার মুখে ফুল চন্দন পড়ুক |
Blessed be your tongue |
কিন্তু তার আগে একটা কথা |
But one thinks before that |
তাতে কি আসে যায়? |
But who cares? |
কম বা বেশি |
By and large |
যে-কোন উপায়ে |
By fair means or foul |
কোনক্রমেই না |
By no means |
জুন মাসের শেষ পর্যন্ত |
By the end of June |
এপ্রিল মাসের মাঝামাঝি |
By the middle of April |
ও, ভালো কথা |
By the way |
আমি কি দয়া করে জানতে পারি আমি কার সাথে কথা বলছি? |
Can I ask whom I’m speaking to, please? |
আমি কি তোমার বন্ধু হতে পারি? |
Can I be you friend? |
আমি কি এই বড়বড় বক্সগুলোর একটা কিনতে পারি? |
Can I buy one of those large boxes? |
কিছু মনে না করলে আমি কি চালিয়ে যেতে পারি? |
Can I continue, please? |
আমি কি গেটের ওখানে কফি খেতে পারবো? |
Can I get a coffee at the gate? |
আমি কি একটা ক্রেডিট কার্ড নাম্বার পেতে পারি? |
Can I get a credit card number? |
আমি কি আপনার জন্য একটা ড্রিংক আনবো? |
Can I get a drink for you? |
আমি কি আপনার আহারের শুরুটা ড্রিংক দিয়ে করাবো? |
Can I get a drink started for you? |
আমি কি জানালার পাশে আসন পেতে পারি? |
Can I get a window seat? |
আমি কি ছয় নাম্বার সাইজে দেখতে পারি? |
Can I get this in a size six? |
আমি কি সাড়ে নয় নাম্বার সাইজে এটা পেতে পারি? |
Can I get this in nine and a half? |
আমি কি আপনাকে একটা ড্রিংক (পানীয়) দিবো? |
Can I get you a drink? |
আমি কি আপনার টিকেট নাম্বারটি পেতে পারি? |
Can I get your ticket number? |
আমি কি এক গ্লাস পানি পেতে পারি? |
Can I have a glass of water? |
আমি কি একটি ধূমপানমুক্ত রুম পেতে পারি? |
Can I have a non-smoking room? |
আমি কি টাকাটা ফেরত পেতে পারি? |
Can I have a refund? |
আমি কি জরুরি ভিত্তিতে বহির্গমন দরজার কাছাকাছি কোনো আসন পেতে পারি? |
Can I have a seat closest to the emergency exit? |
আমাকে কি আগে একবার জানানো যাবে (চেক আউটের ব্যাপারে)? |
Can I have a wakeup call? |
আমি কি আমার খাবার বিলটা পেতে পারি? |
Can I have my bill? |
আমি কি আমার চেকটা (খাবার বিল) পেতে পারি? |
Can I have my check? |
আমি কি তোমার বই পেতে পারি? |
Can I have your book? |
আমি কি আপনার ক্রেডিট কার্ড নাম্বার পেতে পারি? |
Can I have your credit card number? |
আমি কি তোমার নাম জানতে পারি? |
Can I have your name? |
আমি কি তোমাকে সাহায্য করতে পারি? |
Can I help you? |
আমি কি দয়া করে একটা বার্তা রাখতে পারি? |
Can I leave a message, please? |
আমি কি এক মিনিটের জন্য আপনাকে হোল্ডে (কথা না বলে ধরে রাখা) রাখতে পারি? |
Can I put you on hold for a minute? |
আমি ২টা রুম সংরক্ষণ করতে পারি? |
can I reserve a couple of rooms? |
আমি কি একটি রুম সংরক্ষণ করতে পারি? |
Can I reserve a room? |
আমি কি কিছু বলতে পারি? |
Can I say something? |
আমি কি কোথাও পরে দেখতে পারি এটা? |
Can I try it on somewhere? |
আমি কি এটি পরে দেখতে পারি? |
Can I try this on? |
তুমি কি আমার জন্য একটি ড্রেস কিনতে পার? |
Can you buy a dress for me, please? |
তুমি কি আমাকে রক্ষা করতে পারবে? |
Can you cover me? |
আমাাকে একশ টাকা বাঙতি দিতে পারবেন? |
Can you give change for a hundred taka? |
আপনি কি আমাকে মুভি থিয়েটারে তাড়াতাড়ি যাওয়ার জন্য সব চেয়ে সহজ পথটা বলবেন? |
Can you give me quick directions to the movie theatre? |
আপনি কি চাপ সামলাতে পারেন? |
Can you handle pressure? |
আপনি ওষুধের জায়গাটা আমাকে দেখাতে পারবেন? |
Can you point me to the medicine area? |
আপনি কি আমাকে কাছের গ্যাস স্টেশনের দিকটা দেখাতে পারবেন? |
Can you point me to the nearest gas station? |
আপনি কি আমাকে গেটটি কোন দিকে দেখাতে পারবেন? |
Can you point me towards the gate? |
আপনি কি দয়া করে তাকে বলতে পারবেন যে তার স্ত্রী কল দিয়েছিলো? |
Can you tell him his wife called, please? |
দয়া করে আমাকে বলবেন কয়টা বাজে এখন? |
Can you tell me what time it is, please? |
১২টা বাজে যাওয়ার সময় |
Check out is at 12:00 PM |
এই আনন্দঘন ক্ষণে তোমাকে অভিনন্দন |
Congratulations on this happy event |
তোমার বিয়েতে অনেক অভিনন্দন এবং ভালোবাসা রইলো |
Congratulations on your wedding and lots of love |
আমাকে শুধরে দিয়ো যদি আমার ভুল হয় |
Correct me if I’m wrong |
আমি কি কিছু যোগ করতে পারি? |
Could I add something? |
তোমাকে একটা প্রশ্ন করতে পারি? |
Could I ask you a question? |
আমি তোমাকে আমার ভাইকে সাহায্য করার জন্য বলতে পারি? |
Could I ask you to help my brother? |
আমি কি তোমাকে একটু বিরক্ত করতে পারি আমাকে কর্মস্থলে নামিয়ে আসতে বলে? |
Could I bother you to give me a ride to work? |
অনুগ্রহ করে একটা প্লাস্টিক ব্যাগ পাওয়া যাবে? |
Could I have a (plastic) bag, please? |
আমি কি শুধু একটা জিনিস বলতে পারি দয়া করে? |
Could I just say one thing, please? |
আমি কি তোমাকে একটু কষ্ট দিতে পারি দরজাটা খুলতে বলে? |
Could I trouble you to open the door for me? |
আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? |
Could you help me? |
দয়া করে বিষয়টা আবার একটু ব্যাখ্যা করবেন? |
Could you please explain again this topic? |
আপনি কি দয়া করে আমার সাথে যাবেন? |
Could you please go with me? |
তুমি কি দয়া করে আমাকে আমার বাড়ির কাজটা করতে সাহায্য করবে? |
Could you please help me with the homework? |
আমাকে একটু সাহায্য করতে পারবেন? |
Could you please lend me a hand? |
গাছটা মড়-মড় করে ভেঙে পড়ল |
Crash went the tree |
আয় বুঝে ব্যয় কর |
Cut your coat according to your cloth |
তুমি কি এর মধ্যে দুপুরের খাবার সেরে ফেলেছ? |
Did you already have your launch? |
আপনি কোথায় ইন্টার্নশিপ করেছেন? |
Did you do any internships? |
আপনি কি সব পেয়েছেন যা যা খুঁজেছিলেন আজকে? |
Did you find everything you needed today? |
আপনি কি নিজেই নিজের ব্যাগ গুছিয়েছেন? |
Did you pack your bags yourself? |
আপনি কি আর কিছু চেয়েছিলেন? |
Did you want anything else? |
পরিশ্রমই সৌভাগ্যের মূল |
Diligence is the mother of good luck |
এক সাথে দু বিষয়ে মন দিও না |
Do not attend to two things at a time |
পরের দোষ ধরেনা |
Do not find fault with others |
ফুটন্ত জলে হাত দিও না |
Do not put you hand into boiling water |
তুমি কি নিয়মিত ব্যায়াম কর |
Do you exercise regularly? |
আপনাদের কি ড্রেসিং রুম আছে? |
Do you have a dressing room? |
আপনার কোনো প্রশ্ন আছে? |
Do you have any question? |
তোমার কাছে কি খুচরা আছে? |
Do you have change? |
আপনাদের কি এই শার্ট অন্য সাইজের হবে? |
Do you have different sizes for this shirt? |
আপনার সাথে কি আপনার পাসপোর্টটি আছে? |
Do you have your passports with you? |
আপনার কি আমার সাথে খেলতে অসুবিধা আছে? |
Do you mind playing with me? |
কিছুক্ষণ অপেক্ষা করলে তোমার কি অসুবিধা আছে? |
Do you mind waiting for sometime? |
আমি কি বলছি বুঝতে পারছেন? |
Do you see what I mean? |
আপনারা কি টাটকা সামুদ্রিক খাবার বিক্রি করেন? |
Do you sell fresh seafood? |
আপনারা কি এখানে আইসক্রিম বিক্রি করেন? |
Do you sell ice cream here? |
তুমি কি এখনও ঢাকায় থাক? |
Do you still live at Dhaka? |
তুমি কি এখনো আমাকে ভালবাস? |
Do you still love me? |
তুমি কি আমার সাথে যেতে চাও? |
Do you want to go with me? |
তার কাছে কি তোমার নাম্বার আছে? |
Does she have your number? |
আমার দিকে চোখ পাকিয়ো না |
Dont show your temper to me |
ভয় পেয়ো না |
Don’t be afraid |
শুনা কথায় বিশ্বাস করিও না |
Don’t believe in hearsay |
তোমাকে আর বিশ্বাস করিনা |
Don’t believe you anymore |
হতাশ হবেন না |
Don’t give up |
সংকোচ করবে না |
Don’t hesitate |
মাথা গরম করো না |
Don’t lose your temper |
বাজে কথা বলো না |
Don’t talk nonsense! |
চিন্তা করো না |
Don’t worry |
হয় ইহা গ্রহণ কর নয় বর্জন কর |
Either take it or leave it |
তোমার জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করো |
Enjoy every moment of your life |
শেষ সময় টুকু কাজে লাগান |
Enjoy the last minute. |
যা রটে তা কিছু ত বটে |
Every rumor has some truth |
চমৎকার |
Excellent/ Splendid/ Marvelous |
আমাকে মাফ করুন ব্যাঘাত ঘটানোর জন্য |
Excuse me for interrupting |
মাফ করবেন, আপনি কি এই ঠিকানাটা চিনেন? |
Excuse me, do you know this address? |
মাফ করবেন। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? |
Excuse me. Could you help me with something? |
ছোট ছোট ছেলেদের খেতে দাও |
Feed the young boys |
পঞ্চাশ হাজার টাকা তো অনেক টাকা |
Fifty thousand taka is a large sum |
প্রথমেই আমরা আলোচনা করবো |
First of all, we’ll discuss |
প্রথমত, আমরা কথা বলবো |
Firstly, we’ll be talking about |
ফুল দেখতে সুন্দর |
Flower is beautiful to look at |
ভাল মন্দ যাই হোক |
For better or for worse |
খুবই গুরুত্বপূর্ণ কথা |
For your very kind information |
ভুলে যাও এটা |
Forget it |
তোমার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে |
FYI: For your information |
দেরি না করে কাজ শুরু কর |
Get down to work |
ইংরেজি শেখার জন্য তোমার লজ্জা কাটিয়ে উঠতে হবে |
Get over your shame in order to learn English |
আমার কথায় কান দাও |
Give ear to my word |
দেখা হয়ে ভালো লাগলো |
Glad to meet you |
দুজন দুজন করে বাইরে যাও |
Go out by twos |
চালিয়ে যাও |
Go on/ Keep on/ Carry on |
সবাইকে শুভ বিকাল |
Good Afternoon, everyone |
শুভ বিকাল, স্যার। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? |
Good afternoon, sir. How can I help you? |
তোমার পরিক্ষা ভালো হোক |
Good luck for your exams |
ভাগ্য তোমার প্রসন্ন হোক, বন্ধু |
Good luck to you, buddy |
আপনার সাথে দেখা হয়েও ভালো লাগলো |
Good to meet you too |
বিদায়/ তোমার সাথে দেখা হয়ে ভালই লাগল। |
Good to see you/ I will see you next. |
আঙ্গুর ফল টক |
Grapes are sour |
তোমাকে দেখে খুশি হলাম |
Glad to see you |
শুভ জন্মদিন |
Happy birthday to you |
শুভ জন্মদিন। এই যে ছোট একটা উপহার তোমার জন্য |
Happy Birthday! Here’s a little gift for you |
শুভ বিবাহবার্ষিকী। চিরদিন এমন সবুজ (তরুণ) থাকো |
Happy wedding anniversary. Stay forever young |
এক কাপ চা খান, প্লিজ |
Have a cup of tea, Please |
দিনটি শুভ হোক আপনার জন্য |
Have a good day |
তোমার জন্মদিন ভালোবাসাময় হোক |
Have a lovely birthday |
তোমার দিনটি সুন্দর হোক |
Have a nice trip |
আপনার ভ্রমণ সুন্দর হোক |
here |
আপনি কি এখানে আগে এসেছিলেন? |
Have you been here before? |
তুমি কি এটা আগে করেছ? |
Have you done this before? |
তুমি কি এটা আগে করেছ? |
Have you done this before? |
তুমি কি চোখের মাথা খেয়েছ? |
Have you lost your eyesight? Can’t you see what happens under your nose? |
আপনাদের কি তার সাথে দেখা হয়েছে? |
Have you met him? |
তুমি এখনো ঘুমাওনি? |
Haven’t you slept yet? |
সে আমাকে মিথ্যাবাদী বলল |
He called me a liar |
তিনি আমার সাথে দেখা করলেন |
He called on me |
সে আমার মত ইংরেজি বলতে পারে না |
He cannot speak English as I can |
অসুস্থ হওয়ার কারণে সে অফিসে যেতে পারেনি |
He couldn’t go to office because of being sick |
তিনি কথা রাখেন না |
He does not keep his word |
সে আমার কথা শোনে না |
He does not pay heed to my word |
ধনী হওয়ার কারণে সে কাউকে পরোয়া করেনা |
He doesn’t care anybody because of being rich |
সে যেন কিছুই জানে না |
He feigns to know nothing |
ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকুরি পেয়েছে |
He got the job because of being skilled in English |
সে একাদশ শ্রেণীতে উঠেছে |
He has been promoted class XI |
খেয়ে-খেয়ে তার খিদে মরে গেছে |
He has lost his appetite by overeating himself |
তার অংকে মাথা নেই |
He has no brain for mathematics |
সে সব টাকা ফুঁকে দিয়েছে |
He has squandered away all his money. |
সে অল্প কথার লোক |
He is a man of few words |
লোকটির নৈতিক চরিত্র ভাল নয় |
He is a man of very low morals |
আমি তাকে বিশ্বস্থ লোক বলে জানি |
He is a man who I know is trust-worthy |
তার যে কথা সে কাজ |
He is as good as his word |