একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদ কাকে বলে? এদের মধ্যে পার্থক্য কি?

একবীজপত্রী উদ্ভিদ কাকে বলে?


একবীজপত্রী উদ্ভিদ একক বীজপত্রধর সপুষ্পক উদ্ভিদ। গুচ্ছমূল এবং পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখে মাঠপর্যায়ে একবীজপত্রী উদ্ভিদ সহজেই শনাক্ত করা যায়।

Paddy

সহজ ভাষায় বলতে গেলে বলা যায়, যেসব উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে, তাদের একবীজপত্রী উদ্ভিদ বলে। উদাহরণ: ধানগাছ, গমগাছ, ভুট্টাগাছ ইত্যাদি।

দ্বিবীজপত্রী উদ্ভিদ কাকে বলে?


দ্বিবীজপত্রী উদ্ভিদ দুটি বীজপত্র বিশিষ্ট উদ্ভিদ। এসব উদ্ভিদ সপুষ্পক উদ্ভিদের একটি প্রাকৃতিক দল, যাদের বীজ ফলের মধ্যে আবদ্ধ থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদ Angiosperm-এর একটি শ্রেণি হিসেবে বিবেচিত হয়।

Mango tree

সহজ ভাষায় বলতে গেলে বলা যায়, যেসব উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে, তাদের দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে। উদাহরণ: আমগাছ, জামগাছ, কাঁঠালগাছ ইত্যাদি।

একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদ এর মধ্যে পার্থক্য:


একবীজপত্রী উদ্ভিদ দ্বিবীজপত্রী উদ্ভিদ
১. যেসব উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে, তাদের একবীজপত্রী উদ্ভিদ বলে ১. যেসব উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে, তাদের দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে।
২. একবীজপত্রী উদ্ভিদ একক বীজপত্রধর সপুষ্পক উদ্ভিদ। ২. দ্বিবীজপত্রী উদ্ভিদ দুটি বীজপত্রধর সপুষ্পক উদ্ভিদ।
৩. একবীজপত্রী উদ্ভিদের ফুল টেট্টা বা পেন্টামেরাস হয়। ৩. দ্বিবীজপত্রী উদ্ভিদের ফুল ট্রাইমেরাস হয়।
৪. একবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল থাকে। ৪. দ্বিবীজপত্রী উদ্ভিদের গুচ্ছ মূল থাকে।
৫. একবীজপত্রী উদ্ভিদের পাতার সুক্ষ্ম শিরাগুলো জালের মতো সমস্ত পাতায় ছড়িয়ে থাকে। ৫. দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার সুক্ষ্ম শিরাগুলো পাতার গোড়া থেকে মাথা পর্যন্ত সমান্তরালভাবে থাকে।
৬. একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস সমান্তরাল। ৬. দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় জালিকা শিরাবিন্যাস দেখা যায়।
৭. একবীজপত্রী উদ্ভিদের পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা ৩ বা তার গুণিতক অর্থাৎ, পুষ্প ট্রাইমেরাস হয়ে থাকে। ৭. দ্বিবীজপত্রী উদ্ভিদের পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা ৪ বা ৫ বা তার গুণিতক অর্থাৎ, পুষ্প টেট্রামেরাস বা পেন্টামেরাস হয়ে থাকে।
৮. একবীজপত্রী উদ্ভিদের বীজে বীজপত্রের অবস্থান শীর্ষ এবং ভ্রুণমুকুল পার্শ্বীয়। ৮. দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজে বীজপত্রের অবস্থান পার্শ্বীয় এবং ভ্রুনমুকুল শীর্ষ।
৯. একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হলো: ধানগাছ, গমগাছ, ভুট্টাগাছ ইত্যাদি। ৯. দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হলো: আমগাছ, জামগাছ, কাঁঠালগাছ ইত্যাদি।