অফিসে কাজের ক্লান্তি দূর করতে করণীয়।
অফিসে বসে দীর্ঘসময় কাজ করার পর ক্লান্তি আসাটা একদমই স্বাভাবিক। তাই সারাদিনে অক্লান্ত পরিশ্রমের পর রাতের ঘুমটা খুবই জরুরি। হাজারো কাজ শেষ করতে গিয়ে রাতে দেরিতে ঘুমোতে যাচ্ছেন আবার সকালে উঠেই বেরিয়ে পড়ছেন অফিসে।
এসবের কারণেই ঘুমটা পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না। এই অনিয়মিত ঘুমের কারণেই শরীরে দানা বাঁধছে বিভিন্ন ধরণের রোগ। এছাড়া অতিরিক্ত কাজের চাপে মানসিকভাবে হতাশ হয়ে পড়েন অনেকে।
অতিরিক্ত কাজের চাপ, মানসিক চাপ, টেনশনের ফলে ক্লান্তি যেন পিছু ছাড়তেই চায় না। এর ফলে সারাদিনের কাজেও মনসংযোগে ঘাটতি হয়। আবার এই ক্লান্তির কারণেই অফিসে কাজের সময় ঘুম, মাথা ব্যথা দেখা দেয়।
অফিসে কাজের ক্লান্তি দূর করার উপায়:
চলুন জেনে নেওয়া যাক, অফিসে কাজের ক্লান্তি দূর করার কয়েকটি করণীয় সম্পর্কে:
শরীর সুস্থ্য রাখতে এবং ক্লান্তি দূর করতে অফিসেই আমরা ছোট ছোট কিছু ব্যায়াম করতে পারি, যেমন হাত দুটো সামনের দিকে সোজা বাড়িয়ে দিন, এক হাত দিয়ে অন্য হাতের আঙ্গুলগুলো ধরুন। এবার হাত দুটো আস্তে আস্তে ওপর নিচ করুন। এভাবে কয়েকবার করুন ক্লান্তি কিছুটা দূর হবে।
কাজের ফাঁকে মাঝে মাঝে বিরতি নিন। চা,কফি খান, সহকর্মীদের সঙ্গে গল্প করুন। এতে করে ক্লান্তি দূর হবে এবং নতুন করে কাজের উৎসাহ বাড়বে।
দীর্ঘক্ষণ একই জায়গায় বসে কাজ না করে কিছুক্ষণ পরপর হেঁটে পাশের সহকর্মীদের কাছে যান, তাঁদের খোঁজ খবর নিন। এতে আপনার অনেকটাই ক্লান্তি দূর হবে।
অফিসের চেয়ারে সব সময় শিরদাঁড়া সোজা রেখে বসুন। এর পাশাপাশি আপনার ঘাড় আস্তে আস্তে ডানে বামে ঘোরান। এভাবে বেশ কয়েকবার করুন।
আপনার কোনো ছোট ছোট কাজে সাহায্যকারীকে না ডেকে নিজেই উঠে যান। যেমন কোনো কিছু প্রিন্ট বা ফটোকপি করতে হলে ডেস্ক থেকে গিয়ে নিজেই নিজের কাজ করে নিয়ে আসুন। এতে ক্লান্তি দূর হবে।
আপনার পায়ের আঙুলের ওপর ভর করে সোজা হয়ে দাঁড়ান। আস্তে আস্তে এই অবস্থায় পিঠ সোজা রেখে বসার ভঙ্গি করুন। এভাবে কয়েক বার করুন। দেখবেন যে ক্লান্তিভাবটা অনেকটাই কমে গেছে।
কম্পিউটার শরীর থেকে প্রায় এক হাত দূরে সেট করুন। এছাড়া কম্পিউটার স্ক্রিনে একটানা ১০-১৫ মিনিটের বেশি তাকিয়ে থাকবেন না এবং কম্পিউটারে কাজ করার সময় বার বার চোখের পাতা ফেলুন।
অফিসের চেয়ারটা ডেস্ক থেকে কিছুটা দূরে সরিয়ে নিন। আপনার ২ হাত সোজা করে ডেস্ক স্পর্শ করুন। এভাবে কয়েকবার করলে একঘেয়েমি ও ক্লান্তি দূর হয়ে কাজে আরও মনযোগী আসবে।