Verb কাকে বলে? Verb কত প্রকার ও কি কি?
Verb কাকে বলে?
যে শব্দ দ্বারা কোন কাজ করা, হওয়া অথবা কোন অবস্থা বা অভিজ্ঞতা বর্নণা করা হয়, সেই শব্দকেই Verb বলে।
যেমন: come, go, take, see, play, walk, run ইত্যাদি।
Verb-কে ইংরেজি বাক্যের ‘হৃদয়’ বলা হয় (Verbs are the hearts of English sentences.)। কারণ Verb ছাড়া ইংরেজিতে কোন বাক্য লিখা সম্ভব না।
Verb কত প্রকার ও কি কি?
Verb কে সাধারণত ছয় প্রকারে ভাগ করা হয়েছে। যথা:
- Finite verb
- Non-finite বা Infinitive verb
- Dynamic or action verb
- Stative verb
- Auxiliary verb
- Linking verb
এছাড়াও verb-এর গঠন প্রনালীর (Structure) উপর ভিত্তি করে verb-কে আরও পাঁচ ভাগে ভাগ করা হয়। যথা:
- Regular verb
- Irregular verb
- Simple verb
- Complex verb
- Compound verb
Finite verb কাকে বলে?
Finite verb : বাক্যের বা বাকাংশের যে verb-এর নিজস্ব কর্তা থাকে, যে verb-কে প্রয়োজনীয় পরিবর্তন করে বিভিন্ন Tense-এ পরিবর্তন করা যায় এবং বাক্যের কর্তা পরিবর্তনের সাথে সাথে verb তার নিজের রুপ পরিবর্তন করে তাকেই Finite verb বলে।
Example :
1.I go there to buy a book. [বাক্যটিতে go-এর কর্তা আছে]।
Non-finite বা Infinitive verb কাকে বলে?
Non-finite বা Infinitive verb : বাক্যের যে verb-এর নিজস্ব কর্তা থাকে না, যে verb-কে পরিবর্তণ করে বাক্যকে বিভিন্ন Tense-এ পরিবর্তণ করা যায় না এবং যে বাক্যের কর্তা পরিবর্তন করলে নিজ রুপ পরিবর্তণ করে না, তাকেই Non-finite বা Infinitive verb বলে।
Example :
1.I go there to buy a book. [বাক্যটিতে to buy-এর কর্তা নাই]।
Non-finite বা Infinitive verb তিন প্রকার। যথা :
- Infinitive
- Participle
- Gerund
Dynamic or Action verb কাকে বলে?
Dynamic or Action verb : যে verb গুলিকে Continuous tense-এ ব্যবহর করা যায়, তাকে Dynamic বা Action verb বলে।
Dynamic or Action verb দুই প্রকার। যথা :
- Transitive verb
- Intransitive verb
Stative verb কাকে বলে?
Stative verb : যে verb গুলি কোন কিছুর কোন অবস্থা বর্নণা করে, সে verb গুলিকে সাধারণত: Continuous tense-এ ব্যবহার করা যায় না। যে verb গুলি কোন অবস্থা বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়, সেগুলিকেই Stative verb বলে।
Example :
appear (মনে হওয়া অর্থে), concern, hear, prefer, hate, abhor, like, dislike, desire, want, wish, believe, love.
Auxiliary verb কাকে বলে?
Auxiliary verb : যে verb গুলি Tense গঠনে মূল verb-কে সাহায্য করে, ও কখনো কখনো বক্তার মনোভাব ব্যক্ত করতে verb মূল verb-কে সাহায্য করে, তাকে Auxiliary verb বলে।
Auxiliary verb দুই প্রকার। যথা :
- Primary auxiliary
- Modal auxiliary
Linking verb কাকে বলে?
Linking verb : বাক্যের verb-এর পূর্বে ব্যবহৃত কর্তা ও verb-এর পরে ব্যবহৃত noun বা adjective-এর মধ্যে সম্পর্ক (Link) সৃষ্টি করার বৈশিষ্ট্য যে verb গুলির মধ্যে রয়েছে, তাদেরকেই Linking verb বলে।
Example :
1.He is a student.[এই বাক্যে যে ব্যক্তি ‘He’ সেই ব্যক্তিই ‘student’. He এবং student-এর মধ্যে যে verb-টি এমন সম্পর্ক সৃষ্টি করলো সেটি হচ্ছে ‘is’].
এখন আলোচনা করবো verb-এর আক্ষরিক ও শাব্দিক গঠন প্রনালীর উপর ভিত্তি করে verb-কে যে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো নিয়ে:
Regular verb কাকে বলে?
Regular verb : যে সকল verb-কে past ও past participle করতে গেলে verb-এর শেষে ‘ed’ বা ‘t’ যুক্ত করে past ও past participle করতে হয়, তাদেরকে Regular verb বলে।
Example :
1.Walk—-walked—-walked
2.Talk—-talked——talked
Irregular verb কাকে বলে?
Irregular verb : যে সকল verb-কে past ও past participle করতে গেলে verb-এর বানানের মধ্যে পরিবর্তণ এনে past ও past participle করতে হয়, তাদেরকে Irregular verbবলে।
Example :
1.Swim—-swam—–swum
2.Write—–wrote—–written
Simple verb কাকে বলে?
Simple verb : কোন বাক্য বা বাক্যাংশের মূল verb যখন এক শব্দে গঠিত হয়, তখন তাকে Simple verb বলে।
Example :
1.The boy plays.
2.They went shopping.
Complex verb কাকে বলে?
Complex verb : বাক্যের কোন verb যখন সাহায্যকারী verb ও মূল verb মিলে গঠিত হয়, তখন তাকে Complex verb বলে।
Example :
1.He was singing a song.
2.I have finished my work.
Compound verb কাকে বলে?
Compound verb : যখন কোন verb তার সাথে preposition বা adverbial particle গ্রহণ করে verb-টি নতুন একটি অর্থ প্রকাশ করে, তখন তাকে Compound verb বলে।
Example :
1.He takes after his father.
2.He stayed up reading a novel.