canker
ঠিক কী কারণে মুখের ঘা হয়, তা এখনও সঠিকভাবে জানা সম্ভব হয়নি। তবে গবেষকরা অনুমান করেন যে মুখের ভিতরে কোনো কারণে আঘাত পেলে, বেশি জোরে দাঁত ব্রাশ করতে গিয়ে মুখে আঘাত পেলে, দুর্ঘটনাবশত মুখের ভেতরে দাঁতের কামড় বসলে, ভিটামিন বি-১২, জিঙ্ক, ফোলিক অ্যাসিড বা আয়রনের অভাব হলে, মুখের ভেতরে কিছু ব্যাকটেরিয়ার উপস্থিতির কারণে এবং পাকস্থলির ক্ষত (পেপটিক আলসার) সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হেলিকোব্যাক্টর পিলোরি-এর কারণে মুখের ঘা হতে পারে।