RAM এবং ROM কি? এদের কাজ কি?
RAM কী?
RAM এর পূর্ণরূপ হলো (Random Access Memory)। মাদারবোর্ড এর সঙ্গে RAM সাধারণত সংযুক্ত থাকে। RAM কে সুপার ফাস্ট (super-fast) অস্থায়ী মেমোরিও বলা হয়। অস্থায়ী কারণ কম্পিউটার, মোবাইল বন্ধ করলে RAM এর মধ্যে থাকা সব ইনফরমেশন বা তথ্য মুছে যায়।
আপনি কম্পিউটারে BIOS (Basic Input/Output System) এর সাহায্যে RAM এ মজুত থাকা ইনফরমেশন বা তথ্যগুলিকে চেক করতে পারেন।
RAM এর কাজ কি?
অনেকগুলো ট্রানজিস্টার ও ক্যাপাসিটরের সমন্বয়ে তৈরী হয় RAM এর মেমোরি সেল। মেমোরি সেল ডাটাকে 0 এবং 1 এই দুই বাইনারি সংখ্যা দ্বারা সংরক্ষণ করে। ডাটা রিচার্জ হলে 1 আর ডিসচার্জ হলে 0 এবং এই কাজ সম্পন্ন হয় মেমোরি কন্ট্রোলারের মাধ্যমে।
ram ও rom কি RAM এর কাজ হচ্ছে আপনি যে সফটওয়্যার (Software) ব্যবহার করতে চান তা হার্ডডিস্ক থেকে এনে নির্দেশ অনুযায়ী রান (run) করবে। তবে আমরা সরাসরি RAM কে নিদের্শ প্রদান করতে পারি না, CPU RAM কে নিদের্শ দিয়ে থাকে।
ধরুন, আপনি কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজার (Google Chrome Browser) ওপেন করার জন্য ক্লিক করেছেন। এখন প্রসেসর RAM কে নিদের্শ দিবে এটি ওপেন করার জন্য, RAM হার্ডডিস্ক থেকে গুগল ক্রোমের ডাটা তার নিজের মধ্যে লোড করে ব্রাউজারটি ওপেন করবে।
ROM কী?
ROM এর পূর্ণরূপ হচ্ছে (Read Only Memory)। কম্পিউটারের নিজস্ব মেমোরি কেন্দ্র হলো ROM। কম্পিউটার ROM থেকে কেবলমাত্র তথ্য পড়তে পারে এবং সেই অনুযায়ী কাজ করে। ROM এর মেমোরিতে রাখা কোনো তথ্য কম্পিউটার মুছে ফেলতে পারে না বা পরিবর্তন করতে পারে না। এজন্য ROM কে কম্পিউটারের স্থায়ী মেমোরি বলা হয়। কম্পিউটারের ROM যত বেশি হবে কম্পিউটার তত কঠিন কাজও অতি দ্রুত করতে সক্ষম হবে।
ROM এর কাজ কি?
আমরা যখন কোনো কম্পিউটারে পাওয়ার সাপ্লাই করি তখন কম্পিউটার অন হয়, এই অন হওয়ার কাজটা ROM করে। ROM এমন একটি মেমোরি যেখানে আমরা আমাদের ফটো, ভিডিও, অডিও ডকুমেন্ট এবং যে সফটওয়্যার আমরা ইনস্টল করে থাকি এগুলো সব সংরক্ষিত থাকে।
ROM এর কাজ হচ্ছে সকল তথ্য বা ডকুমেন্ট নিরাপদে রাখা। কোনো ডকুমেন্ট বা ডাটা ROM এ রাখলে এটা স্থায়ী থাকে। তবে ROM এর স্পিড RAM এর থেকে অনেক কম হয়।