CT স্ক্যান কি? CT স্ক্যান দিয়ে কি নির্ণয় করা হয়?

আধুনিক চিকিৎসা বিঞ্জানের গুরুত্বপূর্ণ একটি রোগ পরীক্ষণ পদ্ধতির নাম হল সিটিস্ক্যান। আমরা অনেকেই সিটি স্ক্যান শব্দের সাথে পরিচিত। অনেক সময় আমরা আমাদের প্রয়োজনে সিটি স্ক্যান করে থাকি।

কিন্তু আমরা অনেকেই সিটি স্ক্যান কি এবং কেন করা হয়ে থাকে, তা আমরা বিস্তারিতভাবে জানিনা। এটি জানার জন্যে আমাদের ডাক্তার বা মেডিকেল প্রপেশনাল হতে হবে এমনটা নয়। যেহেতু আমরা যেকোন সময় অসুস্থায় পড়তে পারি এবং আমাদের অনেক সময় সিটি স্ক্যান করতে হতে পারে, তাই আমাদের এটি সম্পর্কে বিস্তারিত জানা জরুরী।

CT স্ক্যান কি এবং CT স্ক্যান দিয়ে কি নির্ণয় করা হয় তা নিচে আলোচনা করা হল:

সিটি স্ক্যান

কম্পিউটারাইজড (Computerized) শব্দ থেকে C এবং টমোগ্রাফি (Tomography) শব্দ থেকে T নিয়ে CT এবং scan তার সাথে মিলে সিটি স্ক্যান। অর্থাৎ, সিটি স্ক্যান হল কম্পিউটাইরাইজড টমোগ্রাফি স্ক্যানের সংক্ষিপ্ত রূপ।

এটির মাধ্যমে ডাক্তার আপনার শরীরের ভেতরে দেখে। অর্থাৎ,শরীরের ভেতরে হওয়া সমস্যাটাকে খুজে বের করে। এই কাজটি যিনি করে থাকেন, অর্থাৎ যে ব্যক্তি মেডিকেল প্রক্রিয়া সম্পন্ন করে তাকে রেডিওলোজিস্ট বলা হয়ে থাকে। সাধারণত একজন রেডিওলোজিস্ট শরীরের যেসব অর্গানের সিটি স্ক্যান করেন- মেরুদন্ড, মাথা, বুক, কাঁধ, হার্ট, পেট, হাটু ইত্যাদি।

সিটি স্ক্যান হল মেডিকেল ইমেজিং টেকনিক যা দিয়ে রোগীর দেহের ভেতরগত অবস্থার স্ক্যান করা হয়ে থাকে। এটির মাধ্যমে ছবি তোলা হয়, রেডিওলোজির মাধ্যমে তোলা নন-ইনভেনসিভ ছবি যা দেখে ডাক্তার বুঝতে পারে শরীরের ভেতর কী সমস্যা হয়েছে।

সিটি স্ক্যানের প্রয়োজনীয়তা

অত্যাধুনিক রোগ নির্ণয় পদ্ধতি হল সিটি স্ক্যান। এখনকার সময়ে আমাদের শরীরে জটিলতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাই এখন সাধারণ চিকিৎসা পদ্ধতি রোগ নির্ণয় করতে পারেনা। তাই আমাদের এই সিটি স্ক্যান এর প্রয়োজনীয়তা হয়ে থাকে।

অনেকগুলি ব্যবহার রয়েছে সিটি স্ক্যানের কিন্তু এটি রোগ নির্ণয় এবং আঘাতের মূল্যায়ন করার জন্য উপযুক্ত। এই ইমেজিং কৌশলটি ডাক্তারকে বুঝতে সাহায্য করে, যেমন : পেশী ব্যাধি, সংক্রমণ, হাড়ভাঙ্গা, টিউমার এর অবস্থান, রক্তনালী ও অন্যান্য অভ্যন্তরীণ  আঘাতের পরিমাণ নির্ধারণ ইত্যাদি।

যেসব কারণে সিটি স্ক্যান করা হয়:

সিটি স্ক্যানের বিভিন্ন ধরণের ব্যবহার রয়েছে। কিন্তু ইনজুরি ইভালুয়েট, হার্ট অ্যাটাক ডিটেকশনসহ বিভিন্ন ধরণের ডিজিজ ডায়াগনোসিস করতে বিশেষভাবে সিটি স্ক্যান করা হয়ে থাকে।

  • শরীরের টিউমার, ক্যান্সার জাতীয় রোগ নির্ণয়ের জন্যে সিটি স্ক্যান ব্যবহার করা হয়।
  • ব্লাড ক্লোটের সঠিক অবস্থান জানার জন্য।
  • মস্তিস্কের রক্তক্ষরণ বা অন্যান্য ব্রেন ডিজিজ ফাইন্ড আউট করতে।
  • হার্টের রোগ নির্ণয়ের জন্য।
  • শরীরে রক্ত চলাচলের ব্লকেজ ডায়াগনোসিস করার জন্য।
  • ফুসফুস ও লিভারের রোগ জানার জন্যে।
  • ইনজুরি, ফ্র্যাকচার, হাঁড়ভাঙ্গা ডায়ানোসিসের জন্য।
  • মূত্রনালিতে পাথর আছে কিনা পরীক্ষা করার জন্য।
  • কোন ধরণের ইন্টারনাল ব্লিডিং ফাইন্ড আউট করার জন্য।