CPU কাকে বলে? CPU কে কয় ভাগে ভাগ করা যায়?

CPU কাকে বলে?


CPU এর পূর্ণরূপ হলো Central Processing Unit. যে বৈদ্যুতিক হার্ডওয়্যার কম্পিউটারের কার্যাবলী সম্পাদন করে এবং সমগ্র ব্যবস্থা নিয়ন্ত্রণ করে তাকে Central Processing Unit (CPU) বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বলা হয়। CPU হলো কম্পিউটারের প্রধান অংশ।

CPU

সিপিইউতে ডেটা (Data) প্রসেসিংয়ের কাজ হয়ে থাকে। এটি কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্কস্বরূপ। কম্পিউটারের কাজের গতি ও ক্ষমতা CPU-এর ওপর নির্ভরশীল।

CPU কে কয় ভাগে ভাগ করা যায়?


CPU কে তিন ভাগে ভাগ করা যায়। যথা:

১. নিয়ন্ত্রণ অংশ (Control Unit)
২. গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit-ALU)
৩. রেজিস্টার মেমোরি (Register Memory)

নিয়ন্ত্রণ অংশ (Control Unit):



control_unit

কম্পিউটারের যে অংশ যাবতীয় কার্য নিয়ন্ত্রণ করে তাকে নিয়ন্ত্রণ অংশ (Control Unit) বলে। তথ্য সংরক্ষণ ব্যবস্থা, নিয়ন্ত্রণ, ইনপুট গ্রহণ প্রক্রিয়া, প্রোগ্রামের ধারাবাহিকতা নিয়ন্ত্রণ ইত্যাদি কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করাই এ অংশের কাজ।

পাশাপাশি এ অংশ কম্পিউটারের প্রধান প্রধান সাংগঠনিক উপাদানের মধ্যে পারস্পরিক যোগাযোগ নিয়ন্ত্রণ করে থাকে। এক কথায়, ইনপুট গ্রহণ, প্রক্রিয়াকরণ, ফলাফল প্রদান এবং সংরক্ষণের সাথে সংশ্লিষ্ট যাবতীয় কার্যাবলি নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ অংশ (Control Unit)।

গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit-ALU):



ALU

কম্পিউটারের গাণিতিক যুক্তি অংশ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট (সংক্ষেপে- ALU) একটি ডিজিটাল বর্তনী যা পূর্ণসংখ্যার গণনা এবং বিট অনুসারে যুক্তি ক্রিয়া চালায়। এটি কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ ইউনিটের একটি গুরুত্বপূর্ণ অংশ যা প্রায় সব ডিজিটাল কম্পিউটারেই পাওয়া যায়।

উচ্চতর ক্ষমতা সম্পন্ন এবং জটিল নকশার এএলইউ (ALU) ব্যবহার করা হয় সবচেয়ে আধুনিক, উচ্চ ক্ষমতার সিপিইউ এবং গ্রাফিক্স প্রক্রিয়াকরনে।

রেজিস্টার মেমোরি (Register Memory):



Register_Memory

রেজিস্টার মেমোরি (Register Memory) হলো কম্পিউটার এর মধ্যে অবস্থিত সব থেকে ছোট ধরনের এবং সব থেকে দ্রুত ধরনের মেমোরি memory। সাধারনত মেমোরি বলতে আমরা main memory মনে করি কিন্তু এই রেজিস্টার মেমোরি (Register Memory) CPU এর মধ্যে অবস্থান করে।