Blogger কি? কিভাবে Blogger সাইট তৈরি করা হয়?

ব্লগার (Blogger) কি?

ব্লগার একটি ওয়েবসাইটের নাম এটি গুগলের কোম্পানির প্রোডাক্ট, এই সাইটের মাধ্যমে আপনি আপনার সাইটটি ক্রিয়েট করতে পারবেন। এখানে গুগল অনুমতি দেয় তার সদস্যদের (customer) তাদের টেক্সট ভিডিও ইমেজ সমস্ত কিছু শেয়ার করার জন্য।

যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়। ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কনটেন্ট যুক্ত করেন আর ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন। এছাড়াও সাম্প্রতিক কালে ব্লগ ফ্রিলান্স সাংবাদিকতার একটা মাধ্যম হয়ে উঠছে। সাম্প্রতিক ঘটনাসমূহ নিয়ে এক বা একাধিক ব্লগাররা তাদের ব্লগ হালনাগাদ করেন।

কিভাবে Blogger একাউন্ট তৈরী করব?

একটি Blogger তৈরী করার জন্য আপনার কাছে হাইফাই কম্পিউটারের প্রয়োজন নেই শুধুমাত্র কম্পিউটারে নেট সংযোগ হবে এমন একটি কম্পিউটার থাকলেই হবে। তারপর একটি জিমেইল অ্যাকাউন্ট এর দরকার হবে। আপনার যদি আগে থেকে জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে ওই জিমেইল অ্যাকাউন্ট দিয়েই হবে। আর যদি জিমেইল অ্যাকাউন্ট আপনার না থাকে তাহলে আপনার নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে।

Blogger এ আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি একটি Blogger সাইট তৈরী করতে পারবেন। তাহলে Blogger সাইট ক্রিয়েট করার জন্য আপনার কাছে কম্পিউটার ও জিমেইল এড্রেস থাকলেই আপনি তৈরি করতে পারবেন।

Blogger সাইট তৈরি করার নিয়ম কি কি?

  • গুগলে গিয়ে সার্চ করুন Blogger লিখে সার্চ করুন।
  • Blogger.com এর মধ্যে গিয়ে মেইল সিলেক্ট করে আপনার নাম দিয়ে রেজিষ্ট্রেশন করে ফেলুন।
  • রেজিষ্ট্রেশন হওয়ার পরে আপনার সামনে লিখা আসবে create new blog এর মধ্যে ক্লিক করুন।
  • এখন আপনার ওয়েব সাইটের টাইটেল, এড্রেস লিখুন এবং একটি থিম সিলেক্ট করে create blog এর মধ্যে ক্লিক করুন।
  • সবকিছু ঠিক থাকলে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি হয়ে যাবে এবং সুন্দর একটি ইন্টারফেস দেখাবে যার মাধ্যমে সম্পূর্ণ ওয়েবসাইট কন্ট্রোল করতে পারবেন।