হার্ট অ্যাটাক ও স্ট্রোকের পার্থক্য কি?

হার্ট অ্যাটাক এবং স্ট্রোক আমাদের খুবই পরিচিত শব্দ। হার্ট অ্যাটাক এবং স্ট্রোক জীবনের জটিল দুটি অধ্যায় যা হঠাৎ করেই শয্যাশায়ী করে দিতে পারে।

আজীবনের জন্য পঙ্গু যা পরিবার, সমাজ ও দেশের জন্য বোঝা করে দিতে পারে, এমনকি আমাদের মৃত্যুও হতে পারে।

অনেকেই হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এই দুটি জিনিসকে গুলিয়ে ফেলে। কিন্তু দুটি একই জিনিস নয়। অনেক সময় হার্ট অ্যাটাক এবং স্ট্রোক সাধারণত ভুলভাবে উচ্চারিত হয়।

অনেক সময় দেখা যায় কেউ কেউ স্ট্রোককে হার্ট অ্যাটাক বলে ভুল করে থাকে, আবার হার্ট অ্যাটাককে ভুলে স্ট্রোক বলে থাকে।

তাই আসুন হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ভেতর পার্থক্য জেনে নেওয়া যাক।

নিচে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ভেতর পার্থক্য আলোচনা করা হলো:

হার্ট অ্যাটাক:

হার্ট অ্যাটাক হলো হৃদপিণ্ড সম্পৃক্ত একটি রোগ। আমাদের হৃদপিণ্ড হতে রক্ত, সারাদেহে রক্তনালী দিয়ে যায় এবং সারাদেহ থেকে রক্ত, হৃদপিণ্ডে আসে রক্তনালির মাধ্যমে।

যদি রক্তনালির ভেতরে চর্বি, ক্যালসিয়াম জমাট বেঁধে যায় তাহলে রক্তনালি দিয়ে রক্ত চলাচলে বাঁধা সৃষ্টি হয়।

যদি রক্ত চলাচলে বাঁধা পায় তাহলে হার্টের কার্যক্ষমতা কমে যায়। তখন হার্ট অ্যাটাক হয়ে থাকে।

হার্ট অ্যাটাক এর লক্ষণ

  • বুকে ব্যাথা
  • বুক বুকে অসহ্য চাপ বা মোচড়ানোর মতো অনুভূতি হবে।
  • নিঃশ্বাস-প্রশ্বাস ঘন ঘন হবে।
  • অতিরিক্ত ঘাম।
  • বমি-বমি ভাব।

স্ট্রোক

স্ট্রোক মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত একটি সমস্যা। দেহের কেন্দ্র হলো আমাদের মস্তিষ্ক। আমাদের সব অনুভূতি, কাজ, প্রতিক্রিয়া সব কিছুই মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে থাকে। রক্তের মাধ্যমে মস্তিষ্কের ভিতরের কোষগুলোতে খাবার,অক্সিজেন যায়।

যদি মস্তিষ্কের রক্তনালিগুলোতে কোথাও যদি রক্তের উচ্চ চাপ বেড়ে যায় তাহলে রক্ত নালী ফেটে যেতে পারে।

ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে থাকে এবং তার আশেপাশের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এই রক্তক্ষরণ কেই স্ট্রোক বলে।

মস্তিষ্ক খুবই সেনসেটিভ। এর একেকটা অংশে আমাদের দেহের একেকটা অংশের নিয়ন্ত্রণ করে থাকে।

রক্তক্ষরণের কারণে যখন আশেপাশের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তখন কোষগুলো দেহের যে অংশের নিয়ন্ত্রণ করতো সেই অংশের কাজগুলো বন্ধ হয়ে যায় বা ঐ অংশগুলো প্যারালাইজড হয়ে পড়ে।

স্ট্রোক এর লক্ষণ

  • মাথা ঘুরানো এবং মাথা ব্যাথা।
  • ভারসাম্য রক্ষা করাই অসুবিধা হয়ে থাকে।
  • কথাই জড়তা বা কথা বন্ধ হয়ে যাওয়া।
  • চোখে ঝাপসা দেখা বা অনেক সময় একই জিনিস দুইটা করে দেখা।
  • আচরণগত পরিবর্তন।
  • শর্ট মেমোরি লস বা স্মৃতি হারানো।
  • মুখের অর্ধেক অসাড় হয়ে যাওয়া।

আমরা দেখলাম যে, হার্ট অ্যাটাক হলো হৃদপিণ্ডের একটি রোগ এবং স্ট্রোক হলো মস্তিষ্কের রোগ। অর্থাৎ দুইটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। এই রোগগুলো যে কারো হতে পারে। কোনো বয়সবা লিঙ্গ এসবের উপর নির্ভর করে না। তাই আমরা সবাই সচেতন থাকবো এবং সঠিকভাবে জীবনধারণ করবো।