স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ক্ষণে।

স্বাধীনতা শব্দটির প্রতিশব্দ (Liberty). ‘Liberty‘ শব্দটি ল্যাটিন “Liber” থেকে এসেছে। যার অর্থ Free বা স্বাধীন।

ইচ্ছা অনুযায়ী কিছু করা বা বলার ক্ষমতা কে স্বাধীনতা বলা হয়। মন মতো কোনো কিছু করা বা না করার অধিকার কে বোঝায। এই দৃষ্টিকোণ থেকে অধীনতামুক্ত অবস্থাই স্বাধীনতা। তবে কর্তৃত্ব ও নিয়ন্ত্রনহীন স্বাধীনতা অরাজকতা ও উশৃঙ্খলতায় নামান্তর।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ক্ষণে

অবিরুদ্ধ মাহমুদ

—————————

বহু পথ বহু রথ বহু খাণ্ডবদাহন
বহু শতাব্দীর বহু রক্তগঙ্গা পেরিয়ে
তুমি এসেছো তুমি পেরেছ,
তুমি ধন্য বাংলাদেশ!
তুমি সিদ্ধ-পুষ্ট-পূর্ণ;
দীর্ঘজীবী হোক তোমার উজ্জ্বল নাম,
স্বাধীনতার এই সুবর্ণ ক্ষণে তোমাকে সালাম।।

বহু উৎকণ্ঠায় বহু বিসর্জনে
বহু মায়ের ইজ্জত বহু প্রাণ বলিদানে
বহু স্রোতস্বিনী বহু গিরিখাত
বহু প্রতিকূল পথ পাড়ি দিয়ে
তুমি এসেছো তুমি পেরেছ
তুমি ধন্য বাংলাদেশ!
অমর হোক তোমার দীপ্ত নাম,
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ক্ষণে
প্রিয় স্বদেশ, তোমাকে জানাই সালাম।।