সিলিং ফ্যান পরিষ্কার করার উপায়।
সিলিং ফ্যান পরিষ্কার করা ঝামেলার একটি বিষয়। এজন্য তো আজ পরিষ্কার করবো, কাল পরিষ্কার করবো এভাবে ফ্যানের ময়লা বাড়তে থাকে কিন্তু ফ্যান আর পরিষ্কার হয় না। অনেক বেশি ময়লা জমলে দেখতেও খারাপ দেখায়, বাতাসও ভালো লাগে না। তাই আমাদের উচিত অল্প ময়লা হলেই মুছে ফেলা। সিলিং ফ্যান পরিষ্কার করা বেশ ঝামেলারও বটে, সময়ও লাগে অনেক।
আর তাই এই কাজটি সহজে করা যায় কীভাবে? আসুন জেনে নিই-
- প্রথমে মেঝেতে বা খাটের উপরে পুরোনো কাপড় বিছিয়ে নিন। যাতে করে ময়লা নিচে পড়ে ঘরের মধ্যে ছড়িয়ে না যায়।
- তারপর শুকনো একটা বড় কোনো কাপড় নিন। তারপর এটি দিয়ে ফ্যানের পাখার আগা থেকে গোড়া পর্যন্ত ঢেকে দুই হাত দিয়ে পাখার ওপরে চেপে ধরে বাইরের দিকে টান দিন। দেখবেন সব ময়লা চলে এসেছে।
- এবার একটি পাত্রে গরম পানির মধ্যে কাপড় কাঁচা পাউডার দিয়ে ফ্যানের পাখা পরিষ্কার করে নিন।
- কাপড় কাঁচা পাউডার দিয়ে ফ্যানের পাখা পরিষ্কার করে নেওয়ার পরে একটি পুরাত টাওয়াল ভিজিয়ে মুছে ফেলুন।
এতে ঝকঝকে হবে আপনার ফ্যানের ব্লেড। আর দীর্ঘদিন পরিষ্কার থাকবে। অবশ্যই মনে রাখবেন, সিলিং ফ্যান পরিষ্কার করতে গিয়ে ঝুঁকি নেবেন না। এর জন্য ছোট মই ব্যবহার করুন।