সহজেই বাসা বদল করবেন কিভাবে।
যুগের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত বদল হচ্ছে জীবনধারনের প্রয়োজনীয় আনুষাঙ্গিক। আর সেই প্রয়োজন মেটাতেই আমাদের অনেককেই বেছে নিতে হয় শহরের কোলাহল আর ভাড়াবাড়ি।
জীবনের তাগিদে প্রতিনিয়ত প্রয়োজন পড়ে বাসা বদলের। আর বাসা বদল মানেই ঝক্কি-যামেলা। তবে একটু গুছিয়ে ধাপে ধাপে একটির পর একটি কাজ করলে বাসা বদলের মত কঠিন কাজটি খুব সহযেই সম্পন্ন করা সম্ভব।
আসুন জেনে নিই, ঝামেলাহীন বাসা বদলের জন্য প্রয়োজনীয় কিছু টিপস-
- বাসা বদলানোর জন্য আগে থেকেই প্রস্তুতি নেয়া শুরু করুন। পরিবারের সবাই মিলে একসাথে প্লান করে কাজ করুন। কাগজের বাক্স, বড় প্লাস্টিকের ব্যাগ, দড়ি, আঠা ইত্যাদি প্রয়োজনীয় সামাগ্রী আগে থেকে কিনে রাখুন।
- ছুটির দিনে বাসা বদল করুন। এর জন্য যদি একদিন আগে বা একদিন পরে উঠতে হয়, তবুও ভালো। বাসা বদলের এক সপ্তাহ আগে থেকে জিনিসপত্র একটু একটু করে গোছানো শুরু করুন।
- আগে থেকে বস্তা, বড় প্ল্যাস্টিকের ব্যাগ, দড়ি, টেপ ও কাগজের বাক্স (কার্টন) এনে রাখুন। এরপর এক সপ্তাহ আগেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ছাড়া অন্যান্য জিনিসপত্রগুলো প্যাকিং করে ফেলুন। প্যাকিং করার সময় কোন বাক্সে কি রেখেছেন সেটা একটা তালিকা তৈরি করে বাক্সের গায়ে আঠা দিয়ে লাগিয়ে রাখুন।
- কাঁচের জিনিসপত্র বাক্সে ভরার আগে কাপড়ে পেঁচিয়ে নিন। সাবধানে আলাদা করে গোছান যাতে ভেঙে না যায়।
- নতুন বাসায় ওঠার ১/২ দিন আগে গিয়ে দেখুন দরজা-জানালা ভালো করে পরিষ্কার আছে কিনা। বাসায় ধুলাবালি থাকলে সেগুলো পরিষ্কার করিয়ে নিন। রঙ করা না থাকলে রঙ করে নিন। বাথরুমগুলোও পরিষ্কার করিয়ে নিন আগে থেকেই। ফার্নিচার তোলার আগে পুরো বাসাটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিন।
- বাসায় এমন কিছু আইটেম থাকে যা অকেজো বা আপনি ভবিষ্যতে ব্যবহার করবেন না। এই আইটেমগুলো বাদ দিতে পারেন কিংবা বিক্রয় করে দিতে পারেন।
- বাসায় তো আজকাল সবারই বড় বড় কৌটা বা কন্টেইনার থাকে। সেগুলোর ভিতরে চামচ, চুরি ইত্যাদি জিনিসগুলো রাখুন। দাঁ অথবা বটিগুলো অবশ্যই খবরের কাগজ দিয়ে মুড়ে তারপর রাখবেন।
- বাসার জিনিসপত্র নেয়ার জন্য ভ্যান তো লাগবেই। আপনার বাসার জিনিসের পরিমাণ অনুমান করে আগে থেকেই ভ্যান বা গাড়ি ঠিক করে রাখুন। ভ্যান, পিকআপ কিংবা ট্রাক যেটাই ভাড়া করে থাকেন, আগে থেকেই তাদেরকে বাসা বদলানোর সময় ও আপনার বর্তমান বাসার ঠিকানা জানিয়ে দেবেন।
- মূল্যবান গহনা, টাকা কিংবা দলিল নিজের সঙ্গে থাকা হাত ব্যাগে রাখুন।
- বাসা বদলানোর ৩/৪ দিন আগে থেকেই ধীরে ধীরে ফ্রিজ খালি করা শুরু করুন। আগের দিন এমন খাবার বানিয়ে নিন যেগুলো বেশিক্ষন ভালো থাকে এবং নতুন বাসায় গিয়ে গরম না করেই খাওয়া যাবে। খাওয়ার পানিও ফুটিয়ে নিন বেশি করে।