রুক্ষ চুল মসৃণ করার প্রাকৃতিক উপায়।
রুক্ষ সূক্ষ চুল মসৃণ করতে চান? তাহলে দামি দামি চুলের প্রসাধনী ছেড়ে প্রাকৃতিক উপায় দেশে নিন। চলুন তাহলে জেনে নেওয়া যাক, সেগুলো কি কি-
গরম তেল:
সপ্তাহে একবার একটি উষ্ণ গরম তেল দিয়ে ম্যাসাজ করলে চুলের রুক্ষতা দূর করার পাশাপাশি চুলকে উজ্জ্বল করতে সাহায্য করবে। এক্ষেত্রে নারকেল তেল, জলপাই তেল, বাদাম তেল ব্যবহার করতে পারেন। ম্যাসাজ করে ২০ মিনিটের জন্য রেখে দিন এবং তারপরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা, টক দই ও তেল:
অ্যালোভেরার জেল ৪ চামচ, টক দই ৩ চামচ, যে কোনো তেল ২ চামচ একসাথে ভালো করে মেশান। পেস্টটি মাথায় আধ ঘণ্টা লাগিয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। এতে চুল খুব দ্রুত ঝলমলে ও সিল্কি হবে।
ভিটামিন “ই” ও নারকেল তেল:
ভিটামিন “ই” চুলের জন্য খুবই উপকারী। আর চুল ভাল রাখতে নারকেল তেলের ভূমিকা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। সুতরাং এই দুই উপাদান একসাথে মিশিয়ে চুলে লাগালে চুল হয়ে উঠবে ঝলমলে। সপ্তাহে একবার বা দুবার চুলের দৈর্ঘ্য অনুযায়ী এই তেল স্ক্যাল্প ও চুলে মাসাজ করে ৪০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
কলা, মধু ও তেল:
কলা কন্ডিশনার হিসেবে দারুণ কার্যকর। সে সঙ্গে মধু, তাহলে তো কথাই নেই। রুক্ষতা নিমেষে দূর হবে। একটা পাকা কলার সঙ্গে দুই চা চামচ মধু ও ১/৩ কাপ নারকেল তেল বা আমন্ড অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণ চুলে লাগিয়ে ২০-২৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
আমন্ড অয়েল ও ডিম:
হাফ কাপ আমন্ড অয়েল আর ১টি ডিম মিশিয়ে নিন ভালো করে। তারপর চুলে মিশ্রণটি লাগান। ৪০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে একবার এই হেয়ার প্যাকটি ব্যবহার করলে চুলের রুক্ষতা দূর হবে।
চায়ের লিকার:
ঝলমলে চুলের জন্য দারুণ কাজ করে চায়ের লিকার। দুই কাপ পানি নিন তার মধ্যে ৬ চামচ চা পাতা দিন। তারপর অল্প আঁচে চুলায় ফুটতে দিন। ঠাণ্ডা করে ছেঁকে নিন। শ্যাম্পু করার পর ভেজা চুলে মাখুন। ৫ মিনিট পর সাধারণ পানিতে ধুয়ে ফেলুন।
মধু ও তেল:
চুলের জন্য মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার। মধু ও তেলের মিশ্রণ চুলে পুষ্টি জোগায়। ২ চামচ মধু, ২ চামচ তেল মিশিয়ে চুলে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এটা চুলকে ঝলমলে ও সিল্কি করতে সাহায্য করবে।
ডিম ও দই:
ডিম এবং দই চুলকে সিল্কি করে থাকে। ২ টি ডিমের সাদা অংশ, ২ চামচ টকদই। সবগুলো উপাদান নিয়ে একটি পেষ্ট তৈরি করুন। এইবার পেষ্টটি চুলে ভাল করে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
অ্যাভোকাডো ও টক দই:
অ্যাভোকাডোয় রয়েছে ভিটামিন “বি” ও “ই” এর মতো প্রয়োজনীয় উপাদান যা চুলের স্বাস্থ্যের পক্ষে খুব ভাল। ১টা পাকা অ্যাভোকাডো ও ১ কাপ টক দই মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি চুলে লাগিয়ে ৪০-৪৫ মিনিট রেখে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করে ধুয়ে ফেলুন।