রাসায়নিক বিশ্লেষণ কাকে বলে? রাসায়নিক বিশ্লেষণ কত প্রকার ও কি কি?

রাসায়নিক বিশ্লেষণ কাকে বলে?


রাসায়নিক বিশ্লেষণ এবং রাসায়নিক পরীক্ষাগুলি খুব গুরুত্বপূর্ণ গবেষণাগার অধ্যয়ন যা কোনও রাসায়নিক পদার্থ বা যৌগের সুরক্ষা, গুণমান, দক্ষতা, নিয়ন্ত্রণ, ধারাবাহিকতা এবং দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে।

chimiche

যে প্রক্রিয়ার মাধ্যমে একটি অজানা লবণের বা যৌগের গুণগত ও পরিমাণগত দিক সম্পর্কে সম্যক জানা যায় তাকেই রাসায়নিক বিশ্লেষণ বলে।

রাসায়নিক বিশ্লেষণ কত প্রকার ও কি কি?


রাসায়নিক বিশ্লেষণ ২ প্রকার। যথা:

১. গুণগত বিশ্লেষণ বা আঙ্গিক বিশ্লেষণ (Qualitative Analysis)
২. পরিমাণগত বিশ্লেষণ বা মাত্রিক বিশ্লেষণ(Quantitative Analysis)

গুণগত বিশ্লেষণ বা আঙ্গিক বিশ্লেষণ (Qualitative Analysis):


বিশ্লেষণী রসায়নে যে পদ্ধতিতে কোন পদার্থের নমুনায় উপস্থিত উপাদানগুলির গুনাগুন বা ধর্ম সম্পর্কে জানা যায় তাকে গুণগত বিশ্লেষণ বা আঙ্গিক বিশ্লেষণ (Qualitative Analysis) বলে।

গুণগত বিশ্লেষণ পদ্ধতিতে অধঃক্ষেপণ বা দ্রবণের বর্ণের পরিবর্তনের দ্বারা কোন লবণের নমুনায় উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়ন শনাক্তকরণ বা জৈব যৌগের কার্যকরী মূলক সনাক্তকরণ করা হয়।

পরিমাণগত বিশ্লেষণ বা মাত্রিক বিশ্লেষণ(Quantitative Analysis):


বিশ্লেষণী রসায়নে যে পদ্ধতিতে কোন পদার্থের নিদিষ্ট পরিমাণ নমুনায় উপস্থিত উপাদানগুলির পরিমাণ নির্ণয় করা হয় তাকে পরিমাণগত বিশ্লেষণ বা মাত্রিক বিশ্লেষণ (Quantitative Analysis) বলে।

পরিমাণগত বিশ্লেষণ পদ্ধতিতে কোন নমুনার নির্দিষ্ট পরিমাণে উপস্থিত উপাদানগুলি ভর বা নমুনার নির্দিষ্ট আয়তনের ঘনমাত্রা নির্ণয় করা হয়।

পরিমাণগত বিশ্লেষণ আবার ২ প্রকার। যথাঃ


১. ভরভিত্তিক বিশ্লেষণ (Gravimetric Analysis)
২. আয়তনিক বিশ্লেষণ (Volumetric Analysis)

ভরভিত্তিক বিশ্লেষণ (Gravimetric Analysis):


রাসায়নিক বিশ্লেষণে কোন নমুনায় উপস্থিত নির্দিষ্ট উপাদানকে অধঃক্ষিপ্ত করে সেই অধঃক্ষেপকে পৃথক করার পর শুষ্ক করে গ্রাম এককে ভর নির্ণয়ের পদ্ধতিকে ভরভিত্তিক বিশ্লেষণ (Gravimetric Analysis) বলে।

আয়তনিক বিশ্লেষণ (Volumetric Analysis):


রাসায়নিক বিশ্লেষণে কোন নমুনার নির্দিষ্ট আয়তনের দ্রবণ তৈরি করে তার সাথে অপর কোনো নির্দিষ্ট আয়তনের দ্রবণের বিক্রিয়া ঘটিয়ে নমুনা পদার্থটির ঘনমাত্রা বা মোল পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে আয়তনিক বিশ্লেষণ বলে।