রাজিয়া খাতুন চৌধুরাণীর চাষী কবিতা।
“কবি রাজিয়া খাতুন চৌধুরানী ১৯০৭ সালে নোয়াখালী জেলার হরিরামপুরে জন্ম গ্রহন করেন এবং ১৯৩৪ সালে মৃত্যু বরন করেন। কবি রাজিয়া খাতুন চৌধুরানী বহু কবিতা, গল্প, প্রবন্ধ, ইত্যাদি লিখেছেন। কিন্তু তাঁর একমাত্র গল্প গ্রন্থ “পথের কাহিনী ” ও কাব্যগ্রন্থ “উপহার” ছাড়া অন্য লেখা পুস্তকাকারে প্রকাশিত হয়নি।”
চাষী
রাজিয়া খাতুন চৌধুরাণী
—————————
সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা,
দেশ মাতারই মুক্তিকামী, দেশের সে যে আশা।
দধীচি কি তাহার চেয়ে সাধক ছিল বড়?
পুণ্য অত হবে নাক সব করিলে জড়।
মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ,
সবারই সে অন্ন জোগায় নাইক গর্ব লেশ।
ব্রত তাহার পরের হিত, সুখ নাহি চায় নিজে,
রৌদ্র দাহে শুকায় তনু, মেঘের জলে ভিজে।
আমার দেশের মাটির ছেলে, নমি বারংবার
তোমায় দেখে চূর্ণ হউক সবার অহংকার।