রক্তের WBC কি? রক্তের WBC এর স্বাভাবিক মান কত?

রক্তের WBC কি?

রক্তের WBC বলতে মূলত শ্বেত রক্তকণিকাকে (ইংরেজি: White blood cell or Leucocytes) বোঝায়। শ্বেত রক্তকণিকা মানবদেহের রক্তে বর্নহীন, নিউক্লিয়াসযুক্ত এবং তুলনামূলকভাবে স্বল্পসংখ্যক ও বৃহদাকার যে কোষ দেখা যায় তাকে শ্বেত রক্তকণিকা বলে।

শ্বেত রক্তকণিকা দেহকে সংক্রমন থেকে রক্ষা করতে সাহায্য করে।

প্রতি ঘন মিলিলিটার রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা প্রায় ৫০০০-৯০০০। লোহিত রক্তকণিকার তুলনায় শ্বেত রক্তকণিকার সংখ্যা অনেক কম হয়।

লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত প্রায় ৭০০:১

রক্তের WBC এর স্বাভাবিক মান কত?

রক্তে WBC স্বাভাবিক সংখ্যা হলো মাইক্রোলিটারে ৪,৫০০ থেকে ১১,০০০ WBC (৪.৫ থেকে ১১.০ × ১০৯ / এল)। বিভিন্ন ল্যাবগুলির মধ্যে সাধারণ মানের রেঞ্জগুলি সামান্য পরিবর্তিত হতে পারে।