জল চিকিৎসা
- তাৎক্ষণিকভাবে পোড়া জায়গায় ঠান্ডা পানি ঢেলে দিন। ভেজা অবস্থায় ১০ মিনিট রাখুন।
- ফোস্কা পড়ে গেলে, গলাবেন না। পোড়া জায়গাটি শুকনো রাখুন। লক্ষ্য রাখুন যেন মাছি না বসে এবং ধুলো না লাগে। আহত স্থানটি পাতলা পরিষ্কার কাপড়ে ঢেকে রাখুন।
- পোড়ার পরিমান যদি বেশি হয় তবে রোগীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। শরীর গরম রাখার জন্য রোগীকে গরম কাপড় দিয়ে ঢেকে রাখুন।
- পোড়া যদি অল্প হয় তাহলে চব্বিশ ঘন্টা পর গরম নুন পানিতে স্থানটি ভিজিয়ে দিন। এভাবে দিনে একবার করে তিন দিন, অথবা ক্ষত না শুকানো পর্যন্ত।
You May Also Like