ম্যানুয়াল ডেটা প্রসেসিং ও ইলেকট্রনিক ডেটা প্রসেসিং কাকে বলে? এদের মধ্যে পার্থক্য কি?
ম্যানুয়াল ডেটা প্রসেসিং কাকে বলে?

কম্পিউটারবিহীন ব্যবস্থাপনায় কোনো ধরনের অত্যাধুনিক গণকযন্ত্র ছাড়া শুধু হাতে-কলমে উপাত্ত প্রক্রিয়াকরণকে MDP (Manual Data Processing) ম্যানুয়াল ডাটা প্রসেসিং বলে। সাধারণত মানুষ হাতে-কলমে লগটেবিল বা ফাংশন সহায়তায় উপাত্ত-প্রক্রিয়া করে থাকে।
ইলেকট্রনিক ডেটা প্রসেসিং কাকে বলে?

ইলেকট্রনিক পদ্ধতিতে কম্পিউটার বা অন্য কোন যন্ত্রপাতির সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে যে প্রসেসিং করা হয় তাকে ইলেক্ট্রনিক ডেটা প্রসেসিং বা EDP (Electronic Data Processing) বলা হয়। একে আবার কম্পিউটার নির্ভর ডেটা প্রসেসিংও বলা হয়ে থাকে।
ম্যানুয়াল ডেটা প্রসেসিং ও ইলেকট্রনিক ডেটা প্রসেসিং এর মধ্যে পার্থক্য:
| ম্যানুয়াল ডেটা প্রসেসিং | ইলেকট্রনিক ডেটা প্রসেসিং |
| ১. কম্পিউটারবিহীন ব্যবস্থাপনায় কোনো ধরনের অত্যাধুনিক গণকযন্ত্র ছাড়া শুধু হাতে-কলমে উপাত্ত প্রক্রিয়াকরণকে MDP (Manual Data Processing) ম্যানুয়াল ডাটা প্রসেসিং বলে। | ১. ইলেকট্রনিক পদ্ধতিতে কম্পিউটার বা অন্য কোন যন্ত্রপাতির সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে যে প্রসেসিং করা হয় তাকে ইলেক্ট্রনিক ডেটা প্রসেসিং বা EDP (Electronic Data Processing) বলা হয়। |
| ২. ম্যানুয়াল ডেটা প্রসেসিং এর কাজের সময় দিক পরিবর্তন ক্ষমতা থাকে না। | ২. ইলেকট্রনিক ডেটা প্রসেসিং এর কাজের সময় দিক পরিবর্তন ক্ষমতা থাকে। |
| ৩. ম্যানুয়াল ডেটা প্রসেসিং দিয়ে নির্ভুলভাবে কাজ করা যায় না। | ৩. ইলেকট্রনিক ডেটা প্রসেসিং দিয়ে নির্ভুলভাবে কাজ করা যায়। |
| ৪. ম্যানুয়াল ডেটা প্রসেসিং যুক্তি বা বুদ্ধি দিয়ে কাজ করতে পারে। | ৪. ইলেকট্রনিক ডেটা প্রসেসিং যুক্তি বা বুদ্ধি দিয়ে কাজ করতে পারে না। |
| ৫. ম্যানুয়াল ডেটা প্রসেসিং এর কাজের গতি ধীর। | ৫. ইলেকট্রনিক ডেটা প্রসেসিং এর কাজের গতি খুব দ্রুত। |
| ৬. ম্যানুয়াল ডেটা প্রসেসিং দীর্ঘস্থায়ী থাকে না। | ৬. ইলেকট্রনিক ডেটা প্রসেসিং অধিকৃত অবস্থায় দীর্ঘ স্থায়ী। |
| ৭. ম্যানুয়াল ডেটা প্রসেসিং এর স্মৃতি অসীম। | ৭. ইলেকট্রনিক ডেটা প্রসেসিং এর স্মৃতি সসীম। |
| ৮. ম্যানুয়াল ডেটা প্রসেসিং এর কাজে ক্লান্তি আছে। | ৮. ইলেকট্রনিক ডেটা প্রসেসিং এর কাজে কোন ক্লান্তি নেই। |

