মেয়েদের তলপেটের ব্যথা কেন হয় এবং করণীয় কি?
মেয়েদের তলপেটে ব্যথা করা এটি একটি পরিচিত সমস্যা। তবে তলপেটে ব্যথা যে শুধু মেয়েদের সমস্যা, তা কিন্তু নয়। কারণ জরায়ু, ডিম্বাশয় ছাড়াও তলপেটে আছে মূত্রথলি, বৃহদন্ত্রের অংশ, অ্যাপেনডিক্স। তাই তলপেটের ব্যথা ছেলেদেরও হতে পারে।
তলপেটের ব্যথা কখনও কখনও অল্প হতে পারে আবার মাঝে মাঝে বেশি হতে পারে। চলুন জেনে নেওয়া যাক তলপেটের ব্যথা কেন হয় এবং তলপেটে ব্যাথা হলে কী করতে হবে।
তলপেটের ব্যথা কেন হয়
- মেয়েদের ক্ষেত্রে মাসিকের সময় তলপেটে ব্যথা হওয়া স্বাভাবিক। কারও কারও ক্ষেত্রে মাসিকের ব্যথা তীব্র হতে পারে। এছাড়া যদি জরায়ুতে টিউমার, ফাইব্রয়েড থাকলেও ব্যথা হতে পারে। এমনকি ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হওয়ার সময় কারও কারও ক্ষেত্রে ব্যথা হয়।
- প্রস্রাবে সংক্রমণ এর কারনেও তলপেটে ব্যথা হতে পারে।
- পেটে একটানা ব্যথা অ্যাপেন্ডিসাইটিস রোগের লক্ষণ। তলপেটের একটু ডান দিকে ব্যথা হয়। তলপেটে হাত দিলেই শক্ত ও ব্যথা অনুভূত হয়।
- ডিম্বনালিতে ব্যথার পাশাপাশি পুরো তলপেটে ব্যথা হতে পারে।
- এছাড়া কোষ্ঠকাঠিন্য, আইবিএস, মূত্রথলিতে পাথর ইত্যাদি নানা কারণে তলপেটে ব্যথা হতে পারে।
তলপেটে ব্যথা হলে করণীয় কি
মেয়েদের তলপেটে তীব্র ব্যথাকে অবহেলা করা উচিত নয়। ব্যথার তীব্রতা ও স্থায়িত্ব বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। প্রচুর পানি পান করবেন। প্রস্রাব আটকে রাখবেন না। রাতে ঘুমানোর আগে প্রস্রাব করবেন।