মামলা মোকদ্দমা ও দলিলপত্রে ব্যবহৃত কিছু সংক্ষিপ্ত শব্দের পূর্ণরূপ জেনে নিন

কোর্ট অঙ্গনে মামলা-মোকদ্দমার আরজি, জবাব, রায়, ডিগ্রি ও দলিল পত্রে বিভিন্ন প্রকার শব্দ ও অনেক শব্দের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়, যে শব্দগুলির সাথে আমরা অনেকেই পরিচিত নই। যে কারণে মামলা-মোকদ্দমার আরজি, জবাব, রায়, ডিগ্রি ও দলিল পত্র পড়লে আমাদের অনেকেরই বুঝতে অসুবিধা হয়। চলুন আজ জেনে নিই এমন কিছু শব্দের অর্থ।

 

মৌজা--- গ্রাম

 

মহল--- রাজস্ব আদায়ের নির্ধারিত স্থান

 

তরফ--- মহলের কোন অংশ

 

তৌজি--- জমিদারের অধীন প্রজার জোতকে তৌজি বলে।

 

মৌরসী--- পুরুষানুক্রমে বা পূর্ববতী হতে ওয়ারিশ মুলে প্রাপ্ত।

 

কায়েমী--- চিরস্থায়ী বন্দোবস্ত।

 

বায়া--- বিক্রেতা।

 

রায়ত--- দখল স্বত্বীয় প্রজা।

 

পাট্টা--- প্রজাকে মালিক কর্তৃক দেওয়া দলিল।

 

পর্চা--- জরিপ চলাকালীন অবস্থায় ভূমির মালিককে যে হাতে লেখা খতিয়ান দেওয়া হয় সেটাই হচ্ছে পর্চা।

 

কিসমত--- মৌজার অংশকে কিসমত বলে।

 

কিতা--- প্লট।

 

জোত--- জমিদারের অধীনে প্রজাস্বত্ব বিশিষ্ট জমি।

 

বয়নামা---- আদালত কর্তৃক প্রদত্ত বিক্রয় সার্টিফিকেট।

 

ডি সি আর--- ডুপ্লিকেট কার্বন রিসিট।

 

কবুলিয়ত--- প্রাপ্তির স্বীকারোক্তিমূলক দলিল।

 

বায়া দলিল--- পূর্ববর্তী বিক্রয় দলিল।

 

স্থিতিবান--- স্থায়ী স্বত্বের রায়ত।

 

গং--- আরো অনেকে/ আরো অন্যান্যরা।

 

জং--- স্বামী।

 

সাং--- ঠিকানা।

 

দং--- দখল।

 

মং--- একত্রে।

 

হেবা--- দান।

 

ছানি--- পুনরায় বিবেচনার জন্য প্রার্থনা।

 

তহশীল--- খাজনা আদায়ের নির্দিষ্ট এলাকা।

 

এজমালি---- একাধিক শরিক বা মালিক ভুক্ত সম্পত্তি।

 

দাখিলা--- খাজনা প্রদানের রশিদ।

 

হিস্যা--- অংশ বা প্রাপ্ত অংশ।

 

রেহান---- বন্ধক।

 

ভ্রমাত্মক--- ভুল।

 

ডিমারকেশন--- সীমানা চিহ্নিত করণ।

 

সোলেনামা---- আপোষনামা।