মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel) কি? এর সাহায্যে কি কি কাজ করা যায়?

মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel) কি?


মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel) হলো আমেরিকার মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক নির্মিত একটি গাণিতিক হিসাব-নিকাশের প্রোগ্রাম বা সফটওয়্যার। এটিকে Spread Sheet Analysis প্রোগ্রামও বলা হয়ে থাকে।

Excel

মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel) এর সাহায্যে গাণিতিক জটিল সমস্যার অতিদ্রুত ও নির্ভুল সমাধান পাওয়া যায়। এটি অফিস প্রোগ্রামেরই একটি অংশ। এটি বিভিন্ন ভার্সনে হয়ে থাকে যেমনঃ- Excel-৯৭, Excel-২০০০, Excel-XP ইত্যাদি।

মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel) এর সাহায্যে কি কি কাজ করা যায়?


  • দৈনন্দিন হিসাব নিকাশ সম্পাদন, সংরক্ষণ ও বিশ্লেষণ করা যায়।

  • বিভিন্ন সরল ও জটিল হিসাব খুব সহজেই করা যায়।

  • খুব সহজেই সব ধরনের পরিসংখ্যানগত হিসাব বিশ্লেষণ করা যায়।

  • বার্ষিক বাজেট প্রণয়ন এবং ব্যাংকিং হিসাব নিকাশ সম্পাদন করা যায়।

  • ব্যবসায়িক হিসাব লেনদেন তৈরী করা যায়।

  • বিভিন্ন ধরনের চার্ট বা গ্রাফ তৈরি করা যায়।

  • Salary হিসাব, Electricity Bill তৈরী করা যায়।

  • স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল/Result Sheet তৈরী করা যায়।

  • ডাটা সংরক্ষন ও ব্যবস্থাপনার যাবতীয় কাজ করা যায়।

  • জটিল বৈজ্ঞানিক ক্যালকুলেশন খুব সহজেই করা যায়।